Basirhat: বাড়িতে ছিলেন না কেউ, ঠিক তখনই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা
Basirhat: বাড়ির মালিকের নাম মাহমুদ গাজি। তাঁর বাড়ি থেকেই চুরি গেল এই গহনা। জানা গিয়েছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও মামুদ কাজে বেরিয়ে যান। তাঁর স্ত্রী তহমিনা গাজি ও তাঁর ছেলে কাজে বাড়ি থেকে বাইরে যান।

বসিরহাট: বাড়িতে কেউ ছিলেন না। কয়েকদিনের জন্য গিয়েছিলেন ঘুরতে। সেই সময় যত ঘটনা। দিনে-দুপুরে হয়ে গেল বড়সড় চুরি। শুধু তাই নয়, খোয়া গেল সোনার গহনা। ঘটনাটি ঘটছে উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার ব্যাঙপুকুর এলাকার ঘটনা।
বাড়ির মালিকের নাম মাহমুদ গাজি। তাঁর বাড়ি থেকেই চুরি গেল এই গহনা। জানা গিয়েছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও মামুদ কাজে বেরিয়ে যান। তাঁর স্ত্রী তহমিনা গাজি ও তাঁর ছেলে কাজে বাড়ি থেকে বাইরে যান। দুপুরে তহমিনা বাড়িতে এসে দেখেন তাঁর বাড়িতে চোর ঢুকে আলমারি ভেঙে সোনার গহনা ও চল্লিশ হাজার টাকা সঙ্গে বেশ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চলে গিয়েছে। আসবাবপত্র সব উলটপালট করা। এরপর শুরু হয় চিৎকার চেঁচামেচি।
এলাকার মানুষ এসে দেখেন বাড়ির ছাদ থেকে চোরেরা ঢোকে বাড়িতে। আলমারি ভেঙে চুরি করে নিয়ে গিয়েছে। এরপর ঘটনাস্থলে এলাকার পঞ্চায়েত সদস্য আসেন। বসিরহাট থানায় খবর দিলে বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

