Sovandeb: আমাদের দলে চোর আছে, পার্থ শাস্তি পেলে কোনও দুঃখ নেই: শোভনদেব
Sovandeb in Panihati: মন্ত্রী বললেন,"যদি কোনও দল বলতে পারে তাদের দলে চোর নেই, সেই দলের পার্টি অফিস আমি ঝাড়ু দেব প্রত্যেক দিন।"
পানিহাটি: ফের একবার বিস্ফোরক রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay)। বললেন, “লোকে বলছে আপনাদের দলে চোর আছে। আছে তো। আমি তো সেই দল খুঁজছি যে দলে একটাও চোর নেই।” পানিহাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে কম্বল বিতরণী অনুষ্ঠানে গিয়ে এমনই বিস্ফোরক দাবি করলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী। সঙ্গে মন্ত্রীর আরও সংযোজন,”যদি কোনও দল বলতে পারে তাদের দলে চোর নেই, সেই দলের পার্টি অফিস আমি ঝাড়ু দেব প্রত্যেক দিন।” উল্লেখ্য, রাজ্যে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ তুলেছে বিরোধীরা। পঞ্চায়েত ভোটের মুখে বিরোধীদের এমন খোঁচায় স্বাভাবিকভাবেই বেশ অস্বস্তিতে রাজ্যের শাসক শিবির। এমন অবস্থায় তৃণমূলের বর্ষীয়ান রাজনীতিকের মুখে এমন কথা ঘিরে ফের শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতির অন্দরমহলে।
উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া গিয়েছে। আদালতের নির্দেশে শিক্ষিকার চাকরি খুইয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। সেই জায়গায় চাকরি দেওয়া হয়েছে ‘বঞ্চিত’ ববিতা সরকারকে। আবার এদিকে গরুপাচার মামলায় তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। এদিকে আবার বিজেপি শিবির থেকে একশো দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা নিয়ে বিস্তর অভিযোগ তুলতে শুরু করেছে। পঞ্চায়েত ভোটের আগে এমন একের পর এক অভিযোগে বেশ অস্বস্তিতে রাজ্যের শাসক শিবির। বিরোধীরা স্লোগান তুলছে, ‘চোর ধরো, জেল ভরো’। এমন অস্বস্তির মধ্যে ইতিমধ্যেই শাসক দলের বহু নেতা বেফাঁস মন্তব্য করেছেন। এবার ফের একবার বর্ষীয়ান মন্ত্রী তথা খড়দহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের মুখে শোনা গেল বিস্ফোরক মন্তব্য।
এদিন শোভনদেব চট্টোপাধ্যায়ের মুখে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গও উঠে আসে। বললেন, “৫০ কোটি টাকা পাওয়া গিয়েছে পার্থ বাবুর নামে। খুব অন্যায় করেছেন। শাস্তি পেলে আমাদের কোনও দুঃখ নেই। পার্থকে একদিন হাতে করে রাজনীতিতে আমি এনেছিলাম। তাঁর আত্মজীবনী পড়বেন, লেখা আছে। তাঁর জন্য আমার মনে অনেক দুঃখ-বেদনা আছে।” এরপরই পার্থবাবুর ঘটনার সঙ্গে নীরব মোদীর তুলনা টেনে মন্ত্রী বলেন, “৫০ কোটি টাকার সঙ্গে তুলনা হবে? ১৩ হাজার কোটি টাকা নিয়ে ভারত থেকে বেরিয়ে গেল ওই নীরব মোদী। কে তাঁকে বেরিয়ে যাওয়ার রাস্তা করে দিল?”
যদিও মন্ত্রী শোভনদেবের এই মন্তব্যের পর রাজনৈতিক দলগুলির তরফে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।