Tele actress Died: শুটিং সেরে ফেরার সময় বরাহনগরে লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু গৌরী সিরিয়ালের অভিনেত্রীর

Tele actress Died: লরির ধাক্কায় টেলি অভিনেত্রীর মৃত্যু বরাহনগরে। ঘাতক লরির চালকে গ্রেপ্তার করল বরাহনগর থানার পুলিশ।

Tele actress Died: শুটিং সেরে ফেরার সময় বরাহনগরে লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু গৌরী সিরিয়ালের অভিনেত্রীর
টেলি অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত
Follow Us:
| Edited By: | Updated on: May 21, 2023 | 12:41 PM

বরাহনগর: সাতসকালে পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের সংঘর্ষে রক্ত ঝরেছে খড়দায় (Khardaha)। মৃত্যু হয়েছে তিন যুবকের। এবার ফের দুর্ঘটনার খবর এল বরাহনগর থেকে। লরির ধাক্কায় মৃৃত্যু টেলি অভিনেত্রীর। জনপ্রিয় টিভি সিরিয়াল (TV Serial) গৌরীতে সহ-অভিনেত্রীর কাজ করতেন সুচন্দ্রা দাশগুপ্ত। সূত্রের খবর, শনিবার রাতে অভিনয়ের কাজ শেষ করে অনলাইনে বাইক বুকিং করে সোদপুরে বাড়িতে আসছিলেন সুচন্দ্রা। রাস্তাতেই বরানগর থানার সামনে ঘোষপাড়ার কাছে বিটি রোডের উপর লরির সঙ্গে সংঘর্ষ হয় বাইকটির।

ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্তের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বরাহনগর ঘোষপাড়া এলাকায়। ইতিমধ্যেই ঘাতক লরি-সহ চালককে গ্রেফতার করেছে বরানগর থানার পুলিশ। ঘটনার সময় ঠিক ঘটেছিল তা বুঝতে এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। কথা বলার চেষ্টা করা হচ্ছে অলাইনে বুক করা বাইকটির চালকের সঙ্গে। এ ঘটনায় তিনিও আহত হয়েছেন। ভর্তি রয়েছেন হাসপাতালে। 

ঘটনা প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা সমীর পাল বলেন, “অনলাইনে বাইক বুক করেছিলেন ওই অভিনেত্রী। তাতেই আসছিলেন। আচমকা সিগন্যালের কাছে একটা সাইকেল বাইকটির সামনে আসে। ব্রেক মারতেই ওই মহিলা বাইক থেকে পড়ে যান। তখন পিছনে একটা দশ চাকার লরি আসছিল। ওই লরিটাই মহিলাকে পিষে দিয়ে চলে যায়। মাথায় হেলমেট ছিল। কিন্তু সেটা ভেঙে গুড়ো হয়ে গিয়েছে।”