Durga Puja in Bhatpara: দশমীর রাতেও সব ঠিক ছিল, একাদশীতে দুর্গার এই ‘রূপ’ দেখে স্তম্ভিত ক্লাবের লোকজন
Bhatpara: তবে চুরির ঘটনা নিয়ে আসরে তৃণমূল এবং বিজেপি। শাসকদলের দাবি, তারা এই চুরি যাওয়া গহনা পুজো কমিটিকে কিনে দেবে। ভাটপাড়া তৃণমূল যুব সভাপতি অমিত সাউ বলেন, "কী কারণে হল জানি না। আমরা পুজো কমিটিকে বলছি পাশে আছি। যা লাগবে সবটা পুজো কমিটিকে দেব।"

ভাটপাড়া: দেবীর নিরঞ্জন চলছে। কিছু-কিছু জায়গায় প্রতিমা আগেই নিরঞ্জন হয়েছে। তবে কিছু জায়গায় আজ অর্থাৎ শনিবার হচ্ছে। এরই মধ্যে ভাটপাড়ায় এবার বড় কাণ্ড ঘটে গেল। যা নিয়ে রীতিমতো তোলপাড় গোটা এলাকা। শুরু হয়ে গিয়েছে বিতর্ক। চলছে রাজনীতিও। ক্লাবের সদস্যদের একাংশ তো বলেই ফেললেন, মাকে দশমীতেও যেভাবে দেখে গেছেন, একাদশীর সকালে অন্য রূপ দেখলেন। দুর্গাপুজো শেষ হতে না হতেই কী ভাবে মায়ের সব গহনা চুরি হয়ে গেল তা মানতেই পারছেন না এলাকার বাসিন্দারা। একেবারে গহনাহীন হয়ে রয়েছে প্রতিমা।
উত্তর ২৪ পরগনার ভাটপাড়া বিএল ২২-এর দুর্গাপুজো। সেখানেই দুর্গাঠাকুরের গহনা চুরি হয়ে গিয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার ক্লাবের সদস্যরা ঠাকুর নিরঞ্জন দেননি। আজ দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই বিপত্তি। প্রতিমা নিরঞ্জনের দেওয়ার আগে কার্যত মাথায় হাত সকলের। দেখা যাচ্ছে চুরি হয়ে গিয়েছে দেবীর সব গহনা। কিন্তু কীভাবে চুরি গেল? তা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকার বাসিন্দারা। তাঁদের বক্তব্য, সিসিটিভি ক্যামেরা খুলে নেওয়ার পরই এই ঘটনা ঘটেছে। এক ব্যক্তি বলেন, “কত টাকার চুরি হয়েছে বলতে পারব না। তবে মায়ের হাত, টিকলি, মায়ের টিকা, কোমরের গহনা, পায়ের নুপুর, সব চুরি হয়ে গেছে। সোনা রুপো সব মিলিয়ে ছিল। কিন্তু কীভাবে হল এমন জানি না।”
তবে চুরির ঘটনা নিয়ে আসরে তৃণমূল এবং বিজেপি। শাসকদলের দাবি, তারা এই চুরি যাওয়া গহনা পুজো কমিটিকে কিনে দেবে। ভাটপাড়া তৃণমূল যুব সভাপতি অমিত সাউ বলেন, “কী কারণে হল জানি না। আমরা পুজো কমিটিকে বলছি পাশে আছি। যা লাগবে সবটা পুজো কমিটিকে দেব।” তবে গহনা উদ্ধার না করে এবং চোরেদের গ্রেফতার না করে তৃCমুল কেন গহনা কিনে দিতে চাইছে? বিজেপির যুবনেতা প্রিয়াংগু পান্ডের দাবি,তার অভিযোগ তৃণমূল চুরির ঘটনা ধামাচাপা দিতে চাইছে। চোরেদের আড়াল করতে চাইছে। তিনি বলেন, “এটা তো দীর্ঘদিনের পুজো। কোনও ভক্ত হয়ত মানত করেছেন, সেটা পূরণ হলে দাম দিয়ে যান। সেই সব গহনা চুরি গেছে। তাই যে এটা করেছে তার শাস্তি হোক। আর তৃণমূল যখন বলছে দিয়ে দেবে তখন নিশ্চয় তাঁদের লোক করেছে।”
