e Amit Shah: ‘এবার বিজেপির ভোট শেয়ার ৫০ শতাংশের উপরে চলে যাবে’, আত্মবিশ্বাসী শাহ - Bengali News | This time, BJP's vote share in West Bengal will cross 50 percent, a confident Amit Shah says | TV9 Bangla News

Amit Shah: ‘এবার বিজেপির ভোট শেয়ার ৫০ শতাংশের উপরে চলে যাবে’, আত্মবিশ্বাসী শাহ

BJP in Bengal: অন্যদিকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাফ কথা, পশ্চিমবঙ্গের বেড়ে চলা অনুপ্রবেশ ইস্যু গোটা দেশের নিরাপত্তার বিষয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। বাংলার সরকার জমি না দেওয়ায় বর্ডারে ফেন্সিংয়ের কাজ শেষ করা যাচ্ছে না বলেও ফের একবার ক্ষোভ প্রকাশ করলেন শাহ।

Amit Shah: ‘এবার বিজেপির ভোট শেয়ার ৫০ শতাংশের উপরে চলে যাবে’, আত্মবিশ্বাসী শাহ
ফের বাংলায় শাহি গর্জন Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jan 31, 2026 | 2:41 PM

ব্যারাকপুর: আগে বলেছিলেন সংখ্য়া, তারপর বলেছিলেন দুই তৃতীয়াংশ, এবার একেবারে শতাংশের হিসাব কষে দিলেন। ব্যারাকপুরের সভা থেকে রীতিমতো আত্মবিশ্বাসের সুরে অমিত শাহ জানিয়ে দিলেন এবার বাংলায় বিজেপির সরকার তৈরি হওয়া শুধু সময়ের অপেক্ষা। মঞ্চ থেকেই বললেন, “২০২৬ তৃণমূলকে টাটা বাই বাই করার বছর। বাংলায় বিপুল সংখ্যাগকিষ্ঠতায় বিজেপির সরকার তৈরি হবে। ২০২৪ সালে ৩৯ শতাংশ ভোট পাওয়া গিয়েছিল। ২০২১ সালের বিধানসভায় ৩৮ শতাংশ ভোট এসেছিল। ৭৭টি আসন নিয়ে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হয়েছিলেন। এখন ৩৮ শতাংশ থেকে ৪৫ শতাংশের জাম্প দিতে হবে। মমতা দিদি আপনি দেখবেন এবার বিজেপির ভোট শেয়ার ৫০ শতাংশের উপরে চলে যাবে। বাংলায় বিজেপির সরকার আসবে।”

লাগাতার সুর চড়ালেন তৃণমূল সরকারের দুর্নীতির অভিযোগ নিয়েও। তোপের পর তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে। তীব্র কটাক্ষবাণ শানিয়ে বললেন, “দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দুর্নীতি কোথা? ১০০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে পড়ে না।” 

অন্যদিকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাফ কথা, পশ্চিমবঙ্গের বেড়ে চলা অনুপ্রবেশ ইস্যু গোটা দেশের নিরাপত্তার বিষয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। বাংলার সরকার জমি না দেওয়ায় বর্ডারে ফেন্সিংয়ের কাজ শেষ করা যাচ্ছে না বলেও ফের একবার ক্ষোভ প্রকাশ করলেন শাহ। কলকাতা হাইকোর্টের প্রসঙ্গ টেনে বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আমাদের জায়গা দিচ্ছেন না বলে ফেন্সিংয়ের কাজ শেষ করা যাচ্ছে না। শেষে কলকাতা হাইকোর্টও জমি দিতে বলেছে। মমতা জমি দিক আর না দিক এপ্রিলে বিজেপির মুখ্যমন্ত্রী ৪৫ দিনের মধ্যে পুরো কাজ শেষ করে দেবে। এটা বাংলার জনতার কাছে আমাদের প্রতিশ্রুতি।”