AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sougata Roy: তড়িঘড়ি বসানো হয় পেসমেকার, কেমন আছেন সৌগত রায়

Sougata Roy: বুধবার উত্তর ২৪ পরগনার আড়িয়াদহ এলাকায় একটি মন্দির উদ্বোধন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সৌগত রায়। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় বেলঘরিয়ার একটি বেসরকারি নার্সিংহোমে।

Sougata Roy: তড়িঘড়ি বসানো হয় পেসমেকার, কেমন আছেন সৌগত রায়
সৌগত রায়Image Credit: PTI
| Edited By: | Updated on: May 01, 2025 | 7:43 PM
Share

দমদম: হাসপাতালে চিকিৎসাধীন সৌগত রায়। বুধবার গুরুতর অসুস্থ অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তৃণমূল সাংসদকে। তাঁর শারীরিক অবস্থা দেখে, পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। বুধবারই তাঁর অস্ত্রোপচার হয়। বৃহস্পতিবার তাঁকে দেখতে গেলেন রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও সুজিত বসু।

হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচার সফল হয়েছে, স্থিতিশীল আছেন সৌগত রায়। এদিন তাঁকে দেখে বেরিয়ে চন্দ্রিমা ও সুজিত বসু জানান, আপাতত বিপদ-মুক্ত সাংসদ সৌগত রায়। শুক্রবারই হাসপাতাল থেকে তাঁকে ছুটি দেওয়া হতে পারে বলেও জানিয়েছেন তাঁরা।

বুধবার আড়িয়াদহ এলাকায় বিষ্ণুপ্রিয়া মন্দির উদ্বোধন করতে গিয়েছিলেন সৌগত রায়। মাঝপথে অসুস্থ বোধ করেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে বসানো হয় চেয়ারে। শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। এরপর কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা তাঁকে বেলঘরিয়ার বেসরকারি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন বলে সূত্রের খবর। সেখানেই পেসমেকার বসানো হয়। হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করতে যান তৃণমূলের একাধিক নেতা-কর্মী।