Panchayat Election 2023 Result: তৃণমূলই গুলি করে অভিযোগ ছিল ভোটের দিন, আজ জিততেই ‘পাল্টি’ খেলেন নির্দল প্রার্থী
Panchayat Election 2023 Result: মোহনপুর গ্রামপঞ্চায়েতে ১৪ নম্বর ওয়ার্ডের ২২৭ নম্বর বুথ থেকে জয়ী হন নির্দল প্রার্থী অরিজিৎ দাস। ভোটের দিন যেভাবে অশান্ত হয়ে উঠেছিল মোহনপুর, প্রকাশ্যে গুলি চালানোর অভিযোগ পর্যন্ত ওঠে।
ব্যারাকপুর: ভোটের দিন পুরো ফিল্মি কায়দায় বন্দুক তাক করা হয়েছিল যে নির্দল প্রার্থীর দিকে, সেই প্রার্থীই জয়ী হলেন মোহনপুরে। তবে জয় পেতেই অন্য সুর। ভোটের দিন অভিযোগ তুলেছিলেন, তাঁকে মারতে পিস্তল উঁচিয়েছে তৃণমূলের লোকেরা। অথচ আজ মঙ্গলবার ফল প্রকাশ হতেই, মোহনপুরের গ্রামপঞ্চায়েতে নির্দল প্রার্থী অরিজিৎ দাস বলেন, “এটা মা মাটি মানুষের জয়।” শুধু তাই নয়, বলছেন দল তাঁকে ফিরিয়ে নেবে, তা নিয়েও আশাবাদী তিনি।
মোহনপুর গ্রামপঞ্চায়েতে ১৪ নম্বর ওয়ার্ডের ২২৭ নম্বর বুথ থেকে জয়ী হন নির্দল প্রার্থী অরিজিৎ দাস। ভোটের দিন যেভাবে অশান্ত হয়ে উঠেছিল মোহনপুর, প্রকাশ্যে গুলি চালানোর অভিযোগ পর্যন্ত ওঠে। এ ঘটনা কলকাতা হাইকোর্টের দরজা পর্যন্ত গড়ায়। রাতারাতি ‘জনপ্রিয়’ হয়ে ওঠেন সেই বন্দুকধারী যুবক।
সেই এলাকা থেকে প্রায় ২২০ ভোটে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী অরিজিৎ দাস। এরপরই তিনি বলেন, “এটা মা মাটি মানুষের জয়। সাধারণ মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন। দেখুন আমার সিম্বল ছিল ফুটবল। বাড়ির অভিভাবককে না বলে আমি ফুটবল খেলতে চলে গিয়েছিলাম। তখন বাড়ির লোকেরা একটু রাগ করেছিল। আশা করছি ঘরের ছেলেকে ঘরে আবার ফিরিয়ে নেবে।”
কিন্তু দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বারবার বলেছেন, নির্দলদের ফেরানোর প্রশ্নই নেই। অরিজিৎ বলছেন, “সে তো অনেক সময়ই বাবা মা বলে থাকেন না বলে কেন গিয়েছে, ওকে আজ ঘরে ঢুকতে দিবি না। তারপর দিনের শেষে ঠিকই ঢুকতে দেয়। আমিও আশাবাদী যে আমাকে ঢুকিয়ে নেবে দল।” দেখা যাক দল তাঁকে ফিরিয়ে নেয় কি না।
পঞ্চায়েত ভোটের সমস্ত খবরের LIVE UPDATE পেতে ক্লিক করুন এই লিঙ্কে