অভিমানী মমতা: সবকিছু করুন, আমাকে দু:খ দেবেন না

সায়নী জোয়ারদার

সায়নী জোয়ারদার |

Updated on: Dec 09, 2020 | 3:05 PM

রাজনৈতিক মহলের মত, একুশের বিধানসভা ভোট যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জন্য খুব একটা সহজ লড়াই নয় তা দলনেত্রীও বোঝেন। সবটা মিলিয়েই আজকাল তিনি কিছুটা 'শ্রান্ত'।

অভিমানী মমতা: সবকিছু করুন, আমাকে দু:খ দেবেন না
"১০ বছর পার্টির হয়ে খেয়ে, ১০ বছর গর্ভমেন্টের হয়ে, গর্ভমেন্টের সবটা খেয়ে, ইলেকশনের সময় এর সঙ্গে ওর সঙ্গে বোঝাপড়া করলে, আমি কিন্তু টলারেট করি না।"

বনগাঁ: “সবকিছু করুন, কিন্তু আমাকে দুঃখ দেবেন না।” বনগাঁর ভরা জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কথাগুলো যখন বলছেন তাঁর চোখে-মুখে অভিমানের ছাপ। কন্ঠে আবেগের স্বর স্পষ্ট। গত কয়েকদিনে বিরোধী শিবির এবং দলের অন্দরের ‘বেসুরো’দের সাঁড়াশি চাপে কিছুটা হলেও ‘বিধ্বস্ত’ তৃণমূল সুপ্রিমো। দোসর, রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতা, কর্মীদের নিয়ে অভিযোগের পাহাড়। রাজনৈতিক মহলের মত, একুশের বিধানসভা ভোট যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জন্য খুব একটা সহজ লড়াই নয় তা দলনেত্রীও বোঝেন। সবটা মিলিয়েই আজকাল তিনি কিছুটা ‘শ্রান্ত’।

আরও পড়ুন: ‘উন্নয়নে অনেক কিছু করেছি, আমি কথা দিয়ে কথা রাখি’, মতুয়াদের মাঝে মমতা

বুধবার বনগাঁর গোপালপুর হাইস্কুলের মাঠে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে কেন্দ্রের ‘বঞ্চনা’র বিরুদ্ধে সরব হন তিনি। অভিযোগ করেন, “প্রধানমন্ত্রী বসিরহাটে নাটক করে দেখতে এলেন। বলে গেলেন ১ হাজার কোটি টাকা দিয়ে গেলেন। কার টাকা, আমার টাকা আমাদের অ্যাডভান্স করে গেলেন। সেই টাকার কৈফিয়ত চাইছ কেন।”

এরপরই মমতা বলেন, ” এখান থেকে ওখান থেকে যতটা সম্ভব চেষ্টা করি। এই কাজ আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি কেউ যদি আমার জায়গায় করতে পারে আমি একদিনের মধ্যে রেজিগনেশন লেটার জমা দিয়ে চলে যাব। সবকিছু করুন, কিন্তু আমাকে দুঃখ দেবেন না। আমাকে দুঃখ দিলে আপনারা ভাববেন সেই দুঃখটা নিয়ে আমি কিন্তু অভিমানের সঙ্গে সরে যেতে পারি। অনেক সময় মনে করি আমার থাকাই হয়তো উচিত নয়। এরা চায়ই না। এত কাজ করার পরও।”

আরও পড়ুন: গুরুতর অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, ভর্তি হাসপাতালে

মমতার দাবি, তাঁর জমানায় গত আট বছরে বাংলায় যে উন্নয়ন হয়েছে তার সিকিভাগও পৃথিবীর কেউ করতে পারবে না। অনেক সরকার ডিএ বন্ধ করে দিয়েছে। কেরলের বাম সরকার বেতন কেটে নিচ্ছে। এ রাজ্যে কোনও কর্মী বলুন তো তৃণমূল সরকার বেতন কেটে নিয়েছে। মমতা বলেন, “আমি চাই না কাউকে আপনারা এক পয়সা দিন। যদি কেউ পয়সা দিয়ে কাজ দেবে বলে আপনি গিয়ে এফআইআর করবেন।”

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla