AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমরা কোন বিজেপি’, অস্তিত্ব জানতে পোস্টার ‘আদি’দের

বিজেপি বলছে, কোনও দলাদলি নেই। তৃণমূলের পাল্টা প্রশ্ন, দুর্গাপুরে প্রকাশ্যেই তো মারামারি করেছে আদি-নব্য বিজেপি।

'আমরা কোন বিজেপি', অস্তিত্ব জানতে পোস্টার 'আদি'দের
এই পোস্টার ঘিরেই বিতর্ক।
| Updated on: Dec 22, 2020 | 5:49 PM
Share

উত্তর ২৪ পরগনা: তৃণমূল, কংগ্রেস এমনকী সিপিএম ছেড়েও বিজেপিতে যোগদানের হিড়িক পড়েছে। আর তাতেই জেলায় জেলায় বিজেপির গোষ্ঠীকোন্দলের অভিযোগ। মূলত আদি বিজেপি ও নব্য বিজেপির মধ্যে ঝামেলার অভিযোগ উঠছে বিভিন্ন জায়গায়। এবার গাইঘাটার যোগদান মেলার মাঠে জল্পনা উস্কে পড়ল পোস্টার।

শোরগোল পড়েছে এই পোস্টার ঘিরে।

শোরগোল পড়েছে এই পোস্টার ঘিরে।

প্রথম থেকে যাঁরা বিজেপির ঝাণ্ডা কাঁধে নিয়ে ঘুরেছে, নতুন সদস্যদের ভিড়ে তাঁরা কিছুটা কোণঠাসা বলেই অভিযোগ উঠছে। শাসকদল থেকে বিজেপিতে ঢুকে আলাদা গুরুত্ব পাচ্ছেন, অথচ দিনের পর দিন যাঁরা মাঠেঘাটে নেমে দলের কাজ করেছেন তাঁদের যথাযথ মর্যাদা দেওয়া হচ্ছে না বলেই অভিযোগ। এরইমধ্যে মঙ্গলবার গাইঘাটার বিভিন্ন জায়গায় নজরে আসে একাধিক পোস্টার। কোনওটায় লেখা, ‘আমরা কোন বিজেপি?’, আবার কোনওটায় লেখা ‘যাদের আমরা চোর বলেছিলাম তারা বিজেপির সম্পদ’। এমনকী বারাসত সাংগঠনিক জেলা বিজেপির তরফে এদিন আয়োজিত যোগদান মেলার মঞ্চেও এমন পোস্টার নজরে আসে। সৌজন্যে ‘আদি বিজেপি’।

আরও পড়ুন: আদি বিজেপি কর্মীদের ‘আক্রোশ’, মার খেলেন ‘দাদার অনুগামী’, ছিঁড়ল দাদার ফ্লেক্স

শোরগোল পড়েছে এই পোস্টার ঘিরে।

যদিও গাইঘাটা বিধানসভার কো-কনভেনার রাজকুমার মিত্রের দাবি, আদি-নব্য নিয়ে এখানে তাঁদের কোনও ঝামেলা নেই। বিজেপি এরকম পোস্টার মারতেই বা যাবে কেন। তারা সর্বভারতীয় দল। এখানে সকলেই চাইবেন যোগ দিতে। এসব তৃণমূলের ‘সংস্কৃতি’। পাল্টা উত্তর ২৪ পরগনা যুব তৃণমূলের সহ সভাপতি অভিজিৎ বিশ্বাস বলেন, বিজেপি একটা ডাস্টবিনে পরিণত হয়েছে। যত ‘চোর, জোচ্চর’ সেখানে গিয়ে ঠাঁই নিচ্ছে। আদি-নব্যর লড়াই যে কোথায় যাচ্ছে দুর্গাপুরে বিজেপির ‘গৃহবিবাদ’ তা দেখিয়ে দিয়েছে। আগামিদিনে এই ‘লড়াই’ কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই দেখার।