Elephant death: জঙ্গলে পাতা তুলতে গিয়ে বিপত্তি, হাতির হামলায় শেষ মহিলা

Gaya Dandapat

Gaya Dandapat | Edited By: অবন্তিকা প্রামাণিক

Updated on: Mar 20, 2023 | 12:44 PM

Elephant Death: স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম দৈমন্তী মাহাত (২৪)। তিনি নয়াগ্রাম ব্লকের বড় নিগুই গ্রামের বাসিন্দা। রবিবার স্থানীয় নিগুই জঙ্গলে পাতা তুলতে গিয়েছিল। সেই সময় আচমকা ওই জঙ্গলে থাকা একটি হাতির হামলায় ঘটনাস্থলেই দৈমন্তী মাহাতো মারা যায়।

Elephant death: জঙ্গলে পাতা তুলতে গিয়ে বিপত্তি, হাতির হামলায় শেষ মহিলা
মৃত্যু মহিলার (নিজস্ব চিত্র)

ঝাড়গ্রাম: জঙ্গলে পাতা কুড়োতে গিয়েছিলেন মহিলা। সেই সময় আচমকা এসে হাজির দৈত্যের মত হাজির মরণদূত। শুড়ে তুলে মহিলাকে শূন্য থেকে আছাড় মারে সে। আর মুহূর্তে শেষ হয়ে প্রাণ।ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের নিগুই জঙ্গলের ঘটনা। রবিবার দেড়টা নাগাদ হাতির হামলায় প্রাণ যায় ওই মহিলার।

স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম দৈমন্তী মাহাত (২৪)। তিনি নয়াগ্রাম ব্লকের বড় নিগুই গ্রামের বাসিন্দা। রবিবার স্থানীয় নিগুই জঙ্গলে পাতা তুলতে গিয়েছিল। সেই সময় আচমকা ওই জঙ্গলে থাকা একটি হাতির হামলায় ঘটনাস্থলেই দৈমন্তী মাহাতো মারা যায়। ওই জঙ্গলে বেশ কয়েকটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতি রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। তবে হাতির হামলায় মৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা।

মূলত এই গ্রামে নিম্নবিত্ত মানুষের বাস। জঙ্গলে না গেলে সংসার চলে না। তাই জঙ্গলে শাল পাতা তুলতে গিয়েছিলেন দৈমন্তী মাহাত। কিন্তু শাল পাতা তুলতে গিয়ে হাতির হামলায় মারা যান তিনি। ওই ঘটনার ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় পুলিশ ও বন দফতরকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নয়াগ্রাম থানার পুলিশ ও বন দফতরের আধিকারিকরা। মৃত মহিলার মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

বনদফতরের পক্ষ থেকে মৃত মহিলার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তা সত্ত্বেও ওই এলাকাজুড়ে হাতির হামলার আশঙ্কা ক্রমশ বেড়েই চলছে। বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জঙ্গলে গিয়ে পাতা তুলতেও নিষেধ করা হয়েছে। তা সত্ত্বেও অভাবের তাড়নায় একশেণির মানুষ জঙ্গলে গিয়ে পাতা তুলতে যাচ্ছেন।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla