AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asansol By-Election: অভিষেকের পাল্টা মেগা রোড শো বিজেপির, অগ্নিমিত্রার সমর্থনে ঝড় তুললেন দিলীপ-শুভেন্দুরা

Paschim Bardhaman: অভিষেকের পাল্টা মেগা রোডশো করল ঘাসফুল শিবির। প্রার্থী অগ্নিমিত্রা পালের সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার দেবশ্রী রায়চৌধুরী সহ অন্যরা।

Asansol By-Election: অভিষেকের পাল্টা মেগা রোড শো বিজেপির, অগ্নিমিত্রার সমর্থনে ঝড় তুললেন দিলীপ-শুভেন্দুরা
বিজেপির র্যালি (ছবি: ফেসবুক)
| Edited By: | Updated on: Apr 10, 2022 | 10:43 AM
Share

আসানসোল: সামনেই আসানসোল নির্বাচন। তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছেন শত্রুঘ্ন সিনহা। আর তার আগে আসানসোলের ভোট প্রচারে ময়দানে নামলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, ময়দানের জমি এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ বিজেপি। অভিষেকের পাল্টা মেগা রোডশো করল ঘাসফুল শিবির। প্রার্থী অগ্নিমিত্রা পালের সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার দেবশ্রী রায়চৌধুরী সহ অন্যরা। অভিষেক বন্দোপাধ্যায় আসানসোলে দাঁড়িয়ে আসানসোলবাসীকে আহ্বান জানান, ‘আসানসোলের বিধায়ক আসানসোলে যাক। শত্রুঘ্ন দিল্লিতে যাক।’ এই মন্তব্যের পাল্টা তোপ দাগেন অগ্নিমিত্রাও।

শুধু অগ্নিমিত্রা নন, একে-একে সব বিজেপির তাবড় নেতারা এদিন রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে সরব হন। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘রাজ্যের আইনশৃঙ্খলা বলে কিছু নেই।  পরিস্থিতি এতটাই খারাপ যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও হাতে কিছু নেই। গোটা বাংলাটাই হুলিগানদের হাতে চলে গিয়েছে। এখন মুখ্যমন্ত্রী চেষ্টা করলেও, বাংলার আইনশৃঙ্খলার রাশ টেনে রাখতে পারছেন না। চেষ্টা করছেন কি না তা অবশ্য বলতে পারছি না।’ ভোটের দিন তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করতে পারে জানিয়ে শনিবার আশঙ্কা প্রকাশ করেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, ‘ভোটের দিন তৃণমূলের কাজই হল সন্ত্রাস করা। আমরা নির্বাচন কমিশনকে সব বলেছি। বলেছি, সব বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে। ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, যাতে তাঁরা ভয় না পেয়ে ভোট দিতে যান।’

এদিন বিকেলে দলের প্রার্থীর সমর্থনে রোডশো করতে এসে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় বাংলার সঙ্গে দেশের ঋণের পরিমাণ প্রসঙ্গে বিজেপিকে আক্রমণ করেন। তার পাল্টা জবাব দিতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, “ওনারা গোটা দেশের কথা না ভেবে নিজের ঘর নিয়ে ভাবুন। দেশের কথা ভাবার জন্য নরেন্দ্র মোদী রয়েছেন। বাংলাকে তো মমতা বন্দ্যোপাধ্যায় ঋণের জালে জড়িয়ে দিয়েছেন। আর নরেন্দ্র মোদী দেশের মানুষদের বিনা পয়সায় টিকা দিয়েছেন। দেশের ৮০ কোটি মানুষেরা বিনা মূল্যে রেশন পান। তারমধ্যে বাংলার ৬ কোটি মানুষও রয়েছেন।”

একইভাবে এদিনের রোড শো-তে অংশ নিতে এসে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষও বাংলার আইনশৃঙ্খলার প্রশ্নে তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারকে আক্রমণ করেন। তিনি বলেন, “বাংলায় পুলিশের কোনও ভূমিকা নেই। পুলিশের সামনে বাড়িতে আগুন লাগিয়ে মহিলা ও শিশুদের পুড়িয়ে মারা হচ্ছে। এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের যে নেতারা পুলিশকে নিয়ন্ত্রণ করেন, তারাই তো খুন করছে।”

শনিবার সন্ধ্যায় বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে আসানসোলের বার্ণপুরের চিত্রা মোড় থেকে রোড শো শুরু হয়। তাতে সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষের সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী সাংসদ অর্জুন সিং সহ অন্যান্যরা ছিলেন। সেই রোডশো এসবি গরাই রোড হয়ে আসানসোলের এস বি গড়াই রোড বুধা মোড়ে শেষ হয়।

এদিকে এদিন সন্ধ্যায় সিপিএমের প্রার্থী পার্থ মুখোপাধ্যায়ের সমর্থনেও আসানসোলের জিটি রোডের গীর্জা মোড় থেকে একটি মহা মিছিল হয়।

আরও পড়ুন: Abhishek-Kalyan : আসানসোলে ঘাসফুল ফোটাতে কল্যাণকে পাশে নিয়ে রোড শো অভিষেকের