Agnimitra Paul: ‘আমার গলা নয়’, ১৮০ ডিগ্রি ঘুরে ভাইরাল অডিয়োর দায় তৃণমূলের আইটি সেলের ঘাড়ে চাপালেন অগ্নিমিত্রা
Agnimitra Paul: রবিবারের বয়ান থেকে পুরে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক। বললেন, "যে অডিয়োটি ভাইরাল হয়েছে, আমার গলা বলে সংবাদমাধ্যম দেখাচ্ছে, সেই গলা আমার নয়। আমাকে বদনাম করার জন্য এই ধরনের কাজ করা হচ্ছে।"
জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে এই অডিয়ো ক্লিপ ভাইরাল হওয়ার পর বিজেপি নেত্রীকে বলতে শোনা গিয়েছিল, আমি প্রশ্ন করেছি, যে তাঁর ভূমিকা কী ছিল? যে কোনও উপনির্বাচন জেতা খুব কঠিন। কিন্তু সেখানে যা হাওয়া ছিল, যা সমর্থন ছিল, সেখানে আমাদের বিশ্বাস ছিল, অন্তত ৩০-৪০ হাজার ভোটে হলেও আমরা জিতব। ছাপ্পা তো হয়েছেই। আমরা অনেক জায়গায় বুথে লোক বসাতে পারিনি। কিন্তু এটা ভাইরালের কোনও বিষয় নয়। যে নেতৃত্বরা দায়িত্বে ছিলেন, তাঁদের আসলে ভূমিকা কী ছিল, সেটা দেখা দরকার।”
কিন্তু এই মন্তব্যের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ভোলবদল অগ্নিমিত্রা পলের। রবিবারের বয়ান থেকে পুরে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক। বললেন, “যে অডিয়োটি ভাইরাল হয়েছে, আমার গলা বলে সংবাদমাধ্যম দেখাচ্ছে, সেই গলা আমার নয়। আমাকে বদনাম করার জন্য এই ধরনের কাজ করা হচ্ছে। এই তো তৃণমূলের আইটি সেলের কাজ। কারণ, আমি জানি আমার সব ফোন রেকর্ড করা হয়। যে এই বিষয় নিয়ে আমার বিরুদ্ধে আঙুল তুলছে, তার কাছেই ভাল করে জানতে পারবেন, গলাটা কার এবং আমি কার সঙ্গে কী কথা বলেছি। তাই দলীয় নেতৃত্বকে এই বিষয়ে নিয়ে জানানোর কোনও প্রয়োজন মনে করি না আমি।”
শুনুন ভাইরাল অডিয়ো