Asansol Blast: ‘পুড়ে ছাই গোটা শরীরটা, হাড়-মাংস আলাদা করার জো নেই!’ আসানসোলে বাড়ছে কান্নার রোল

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 09, 2022 | 2:43 PM

Asansol Blast: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরেই জামুরিয়ার ওই দালান বাড়ি ভেঙে পড়েছে। দেওয়াল ও ছাদের নীচে চাপা পড়ে পরিবারের অন্য সদস্যরা আহত হয়েছে।

Asansol Blast: পুড়ে ছাই গোটা শরীরটা, হাড়-মাংস আলাদা করার জো নেই! আসানসোলে বাড়ছে কান্নার রোল
ভেঙে ধুলিসাৎ হয়ে গিয়েছে বাড়ি (নিজস্ব ছবি)

Follow Us

জামুরিয়া: মঙ্গলাবর রাতে হঠাৎ ভয়ঙ্কর বিস্ফোরণ হয় জামুরিয়ায় (Jamuria)। ভেঙে পড়ে একটি পাকা বাড়ি। ঘটনায় একসঙ্গে আহত হন একই পরিবারের সাতজন। যাদের মধ্যে চারজনকে বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় রূপম মণ্ডল নামে ওই নাবালকের। বেলা বাড়তেই ঘটনায় আরও একজনের মৃত্যুর খবর সামনে আসছে। মৃতের নাম মালতি মণ্ডল। মঙ্গলবার সকালে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় রূপমের ঠাকুমা মালতিদেবীর। এই ঘটনায় একই পরিবারের আরও পাঁচজন জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুর্গাপুর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরেই জামুরিয়ার ওই দালান বাড়ি ভেঙে পড়েছে। দেওয়াল ও ছাদের নীচে চাপা পড়ে পরিবারের অন্য সদস্যরা আহত হয়েছেন। পরে আহত সাতজনের মধ্যে হাসপাতালে দু’জনের মৃত্যু হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে জামুরিয়ার বাহাদুরপুরে।

সূত্রের খবর, ছোট্ট পাঁচ কেজি এলপিজি সিলিন্ডারের গ্যাস লিক করেই এই দুর্ঘটনা। আর তাতেই বিশাল দালান সহ বাড়ির তিনটি রুম সহ ছাদ ভেঙে পড়ে। ঘটনার পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ।

বস্তুত, মঙ্গলবার রাতে সিলিন্ডারের গ্যাস ফেটে জোরালো বিস্ফোরণের ঘটনা ঘটে জামুরিয়ার বাহাদুরপুরে গোয়ালা পাড়ার গৃহস্থ বাড়িতে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ওই পাকা বাড়িটি একেবারে ভেঙে ধূলিসাৎ হয়ে যায়। ঘটনায় আহত হন সাত জন। যাদের মধ্যে চারজনকে বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে রয়েছেন সদাময়, দয়াময় সহ চার ভাই ও তাঁদের পরিবারের সদস্যরা। বিস্ফোরণে বাড়ির বড় অংশ ভেঙে পড়লে সবাই চাপা পড়েন। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এক প্রতিবেশী বলেন, “কালকে গ্যাস ভরে নিয়ে এসেছিল। তারপর সেই গ্যাস জ্বালাতেই এমন অবস্থা। ভয়ানক শব্দ হয়। আমরা গিয়ে দেখি এই অবস্থা। ওই বাড়ির এক বাচ্চা মারা গেছে, এক কাকীমা মারা গেছে। পুড়ে ছাই হয়ে গিয়েছেল শরীর।”

আরও পড়ুন: Farmer Suicide: বারবার ব্যাঙ্কের নোটিশ, ঝামেলা পুরোপুরি শেষ করতে কৃষক এমন পদক্ষেপ করবেন কেউ ভাবেননি!

আরও পড়ুন: Asansol Blast: বিস্ফোরণে ঝলসে গিয়েছিল দেহ, মৃত্যু নাবালকের

Next Article