AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asansol Blast: বিস্ফোরণে ঝলসে গিয়েছিল দেহ, মৃত্যু নাবালকের

প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার ফেটে এই ঘটনা। তবে বিস্ফোরণের ভয়াবহতার কারণে সবদিক খোলা রেখেই তদন্ত করছে জামুড়িয়া থানার পুলিশ।

Asansol Blast: বিস্ফোরণে ঝলসে গিয়েছিল দেহ, মৃত্যু নাবালকের
বিস্ফোরণে জখম।নিজস্ব চিত্র।
| Edited By: | Updated on: Mar 09, 2022 | 10:25 AM
Share

জামুরিয়া: ভয়াবহ বিস্ফোরণের জেরে মৃত্যু হল এক নাবালকের। মঙ্গলবার সন্ধেয় জামুরিয়ার বাহাদুরপুরের একটি বাড়িতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালেই মৃত্যু হয় ওই নাবালকের। আহতদের প্রথমে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের স্থানান্তর করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তার আগেই বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে রুপম মণ্ডল নামে ওই নাবালকের মৃত্যু হয়। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায়  স্বাস্থ্যকেন্দ্রে। অভিযোগ ওঠে চিকিৎসার গাফিলতির। স্থানীয়রা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার রাতে জোরালো বিস্ফোরণের ঘটনা ঘটে জামুড়িয়ায়। বাহাদুরপুরের একটি বাড়িতে হঠাৎ করেই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে পাকা বাড়ি একেবারে ভেঙে পড়ে। ঘটনায় আহত হন সাত জন। যাদের মধ্যে চারজনকে বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। স্থানীয়রা জানান, গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের জেরেই এই ঘটনা ঘটে। কিন্তু পাকা বাড়ি যে ভাবে ভেঙে পড়েছে, তার পিছনে অন্য কোনও ঘটনা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

জামুড়িয়া থানার বাহাদুরপুর গোয়ালা পাড়ায় সদাময় মণ্ডলের বাড়িতে ওই বিস্ফোরণ হয়। বাড়িতে তখন সদাময়, তাঁর ভাই দয়াময় সহ চার ভাই ও তাঁদের পরিবারের সদস্যরা ছিলেন। বিস্ফোরণে বাড়ির একটা বড় অংশ ভেঙে পড়ে, ফলে অনেকেই চাপা পড়েন। ঘটনায় একই পরিবারের সাতজন সদস্য আহত হন। পরে ওই নাবালকের মৃত্যু হয়েছে। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মণ্ডল পরিবারের দাবি, গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের জেরে এই ঘটনা ঘটেছে। শক্তিশালী এই বিস্ফোরণ গ্যাস সিলিন্ডার, নাকি অন্য কিছু খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: Governor’s Letter: তিনদিনের মধ্যে দেখা করতে হবে, রাজ্যপালের চিঠি পেয়েই স্পিকার জানিয়ে দিলেন সম্ভব নয়

আরও পড়ুন: Ghatal Crime: হাতে শাখা-পলা, কপালে সিঁদুর, নিমাঙ্গ বিবস্ত্র! নদীর ধারে ফাঁকা জায়গায় মহিলাকে দেখে ঘাবড়ে গেলেন স্থানীয় দোকানি