AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WB Flood Situation: বৃষ্টি থেমেছে, জল ছাড়ার পরিমাণও কিছুটা কমাল দুর্গাপুর ব্যারেজ

Durgapur: জল ছাড়ার পরিমাণ কমানো হয়েছে মাইথন, পাঞ্চেত জলাধার থেকেও।

WB Flood Situation: বৃষ্টি থেমেছে, জল ছাড়ার পরিমাণও কিছুটা কমাল দুর্গাপুর ব্যারেজ
বৃষ্টি কমেছে। জল ছাড়ার পরিমাণও কমাল দুর্গাপুর ব্যারেজ। কম জল ছাড়ছে পাঞ্চেত, মাইথনও। ফাইল চিত্র।
| Edited By: | Updated on: Oct 02, 2021 | 9:19 AM
Share

বর্ধমান: দুর্গাপুর ব্যারেজ (Durgapur Barrage) থেকে জল ছাড়ার পরিমাণ আরও কিছুটা কমানো হল। শনিবার সকাল ১,৫৫,৪০০ কিউসেক জল ছাড়া হচ্ছে। নতুন করে বৃষ্টি না হওয়ায় দুর্গাপুর ব্যারেজ থেকে আরও কিছুটা কমানো হল জল ছাড়ার পরিমাণ। সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, আবহাওয়া যদি এরকমই থাকে, অর্থাৎ আর যদি বৃষ্টি না হয় তা হলে ধীরে ধীরে আরও কমানো হবে জল ছাড়ার পরিমাণ।

অন্যদিকে শনিবার মাইথন (Maithon Dam) ৭০ হাজার কিউসেক জল ছাড়ার পরিকল্পনা নিয়েছে। পাঞ্চেত জল (Panchet Dam) ছাড়ছে ৫৫ হাজার কিউসেক। অর্থাৎ দু’টি ড্যাম মিলিয়ে মোট জল ছাড়া হচ্ছে ১ লক্ষ ২৫ হাজার কিউসেক। শুক্রবার মাইথনে জল ছাড়ার পরিমাণ ছিল ১ লক্ষ ১৫ হাজার কিউসেক। পাঞ্চেত জল ছেড়েছিল ৩৫ হাজার কিউসেক। মোট দেড় লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছিল শুক্রবার।

গত কয়েকদিনের প্রবল বৃষ্টি ভাসিয়েছে দক্ষিণবঙ্গের আট জেলা। সঙ্গে ডিভিসি আর দুর্গাপুর ব্যারেজের জল ছাড়ার কারণে পুজোর মুখে মহা দুর্ভোগে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূমের বিস্তীর্ণ এলাকা। হেক্টরের পর হেক্টর কৃষি জমি জলের তলায়। শনিবারই আকাশপথে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বেরোচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর সাড়ে ১১টা হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে উড়ে যাবে মুখ্যমন্ত্রীর কপ্টার। এরপর দুপুর সাড়ে ১২টায় হুগলির আরামবাগে পৌঁছবেন তিনি।

শুক্রবারই টিভি নাইন বাংলাকে দেওয়া টেলিফোন বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ডিভিসি জল ছাড়ার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলি প্লাবিত। প্রচুর মানুষ ত্রাণশিবিরে রয়েছেন। মুখ্যমন্ত্রী এবারও বলেছেন, ডিভিসির কারণেই বাংলার কপালে দুর্গতি। এই পরিস্থিতি ‘ম্যান মেড’ বলেই জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীর নিশানায় ডিভিসি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “ঝাড়খণ্ডে যেহেতু অনেক বৃষ্টি হয়েছে ওরা আমাদের না বলে রাত ৩টের সময় আসানসোলে জল ছেড়ে দেয়। এদিকে আসানসোলের বৃষ্টির পরিমাণটাও প্রায় ৩৪৫ মিলিমিটার ছিল। আগে কখনও এত বৃষ্টি হয়নি। ফলে আসানসোল পুরো ডুবে যায়। একই সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়াও। তার পর কাল আবার ডিভিসি ১ লক্ষ কিউসেকের উপর জল ছেড়ে দিয়েছে। সমস্যা হচ্ছে, ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আমাদের ফেস করতে হচ্ছে, বিহারে বৃষ্টি হলে আমাদের ফেস করতে হচ্ছে। ওরা যদি ওদের ট্যাঙ্কগুলো, ড্যামগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, তা হলে কিন্তু অনেক জল জলাধারে ধরতে পারে। মাইথন, পাঞ্চেতে তো অনেক জল ধরার ক্ষমতা। কিন্তু ওরা দীর্ঘ ৫০ বছর ধরে কোনও পরিষ্কার করে না। কোনও ড্রেজিং করে না। ফলে ওদের খেসারতটা আমাদের দিতে হচ্ছে। এটা খুব অন্যায়। আমি বার বার এর প্রতিবাদ করছি। যদি বৃষ্টির জলে আমাদের বন্যা হতো আমি বুঝতাম। বৃষ্টি বেশি হচ্ছে, আমি সামলাতাম। কিন্তু বন্যাটা হচ্ছে জল ছাড়ার জন্য। ম্যান মেড ফ্লাড।”

বিরোধীদের পাল্টা তোপ রাজ্যকে

মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ম্যান মেড’ তত্ত্বকে কটাক্ষ করে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, “ম্যান মেড না রাজ্য সরকারের ব্যর্থতা মেড তা আমরা জানতে পারছি না। ইডি, সিবিআই-এর হাত থেকে বাঁচতে সুপ্রিম কোর্টে যাচ্ছেন। অথচ এত বড় একটা অন্যায়, পশ্চিমবঙ্গকে ডুবিয়ে মারার জন্য বাঁধগুলো থেকে না জানিয়ে জল ছাড়া হচ্ছে, তাতে আদালতে যাচ্ছেন না? কমপক্ষে হাইকোর্টে তো যান! তাহলে আমরা জানতে পারি এটা মানুষের তৈরি বিপদ না এটা ভগবানের তৈরি বিপদ, না এটা পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতার বিপদ।”

অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন,  “জল ছাড়ার অনেক আগেই ডিভিসির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল। সেই চিঠি আমার কাছেও আছে।”

আরও পড়ুন: Deganga: বাইকে যাচ্ছিলেন যুবক, হঠাৎই মাথার উপর কী একটা পড়ল! বোঝার আগেই মৃত্যু…

বড়দিনের কলকাতায় হাড় কাঁপানো ঠান্ডা, রাজ্যের তাপমাত্রা নামবে ৯ ডিগ্রিতে
বড়দিনের কলকাতায় হাড় কাঁপানো ঠান্ডা, রাজ্যের তাপমাত্রা নামবে ৯ ডিগ্রিতে
ডিসেম্বরের শেষেই রাজ্যে শুরু হিয়ারিং, কোথায় হবে শুনানি?
ডিসেম্বরের শেষেই রাজ্যে শুরু হিয়ারিং, কোথায় হবে শুনানি?
প্রশ্ন কর না- লেখার পর থেকেই ব্ল্যাক লিস্টে পড়ে যাই: পল্লব
প্রশ্ন কর না- লেখার পর থেকেই ব্ল্যাক লিস্টে পড়ে যাই: পল্লব
দুর্নীতির জেরে চাকরি বাতিল, আবার কোর্টে গেল রাজ্য
দুর্নীতির জেরে চাকরি বাতিল, আবার কোর্টে গেল রাজ্য
গ্রেফতার BJP সমর্থক, নিজের বাড়ির সামনে TMC-কে নিয়ে কী লিখেছিলেন?
গ্রেফতার BJP সমর্থক, নিজের বাড়ির সামনে TMC-কে নিয়ে কী লিখেছিলেন?
যৌনশক্তি আছে কি না, সেই পরীক্ষাই হয়নি! সাজার পর কী দাবি অভিযুক্তদের
যৌনশক্তি আছে কি না, সেই পরীক্ষাই হয়নি! সাজার পর কী দাবি অভিযুক্তদের
হুমায়ুনের হুঙ্কার, নতুন দল গড়েই কী চ্যালেঞ্জ দিলেন?
হুমায়ুনের হুঙ্কার, নতুন দল গড়েই কী চ্যালেঞ্জ দিলেন?
১ লক্ষ মতুয়ার নাম বাদ গেলেও লাভ দেখছেন শান্তনু, কেন?
১ লক্ষ মতুয়ার নাম বাদ গেলেও লাভ দেখছেন শান্তনু, কেন?
প্রশান্ত বর্মণের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিধাননগর গোয়েন্দা শাখার, কী করল?
প্রশান্ত বর্মণের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিধাননগর গোয়েন্দা শাখার, কী করল?
লগ্নজিতা-হেনস্থা তদন্তে 'বাড়াবাড়ি' দেখছেন TMC-র হুমায়ুন, কী লিখলেন?
লগ্নজিতা-হেনস্থা তদন্তে 'বাড়াবাড়ি' দেখছেন TMC-র হুমায়ুন, কী লিখলেন?