Durgapur: পরণের ব্লাউজ দিয়েই শ্বাসরোধ! ইসিএল কর্মীর বাড়িতে সাংঘাতিক কাণ্ড
Durgapur: ঘরের ভিতর পড়ে আছেন বাসন্তী, ধনঞ্জয় চন্দেরও দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। প্রাথমিক অনুমান, স্ত্রীকে খুন করে ধনঞ্জয় চন্দ আত্মহত্যা করেছেন। অন্ডাল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
দুর্গাপুর: স্ত্রীকে খুন করে স্বামী আত্মহত্যা করলেন বলে অভিযোগ। অন্ডালের পলাশবনের বাবুইশোল কলোনিতে এই ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। নিহতদের নাম বাসন্তী চন্দ (৪২) ও ধনঞ্জয় চন্দ (৪৮)।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)
জানা গিয়েছে, ধনঞ্জয় চন্দ ইসিএল কর্মী ছিলেন। ধনঞ্জয়-বাসন্তী নিঃসন্তান। স্থানীয় সূত্রে খবর, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়শই ঝামেলা লেগে থাকত। এমনও অভিযোগ এলাকার লোকজনের, নেশা করতেন ধনঞ্জয়। স্ত্রীর গায়ে হাত পর্যন্ত তুলতেন বলে অভিযোগ।
এরইমধ্যে বৃহস্পতিবার এলাকায় খবর ছড়ায় বাড়ির ভিতর মৃত অবস্থায় পড়ে আছেন দম্পতি। ঘরের ভিতর পড়ে আছেন বাসন্তী, ধনঞ্জয় চন্দেরও দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। প্রাথমিক অনুমান, স্ত্রীকে খুন করে ধনঞ্জয় চন্দ আত্মহত্যা করেছেন। অন্ডাল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ আধিকারিক বলেন, “অন্ডাল থানায় খবর যায়, দরজা বন্ধ। ভিতরে দু’টি দেহ পড়ে। পুলিশ এসে দরজা ভেঙে স্থানীয় মানুষের সহযোগিতায় দেহ উদ্ধার করে। ঘরের ভিতরের ওনার স্ত্রী খাটের উপরে পড়ে ছিলেন। সম্ভবত ব্লাউজ দিয়ে শ্বাসরোধ করে মেরেছে। স্বামীর দেহ ঝুলছিল। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছি। নতুন নিয়ম মেনে ভিডিয়োগ্রাফিও করেছি। পরিবার অভিযোগ জানালে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করব।” আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্ত হবে।