Joy Goswami: এবার কাগজ দেখাতে হবে জয় গোস্বামীকেও, ২ তারিখ ডাক পড়ল শুনানির
SIR: জানা গিয়েছে, নির্বাচন কমিশন এবার যে খসড়া তালিকা বের করেছে সেখানে জয় গোস্বামীর নাম আছে। একা কবি নন, তাঁর মেয়ের নামও রয়েছে সেখানে। ২০০২ সালের যে তালিকা প্রকাশিত হয়েছে, সেই তালিকায় কোনও অসঙ্গতি রয়ছে।

কলকাতা: এসআইআর শুনানি চলছে। রাজনৈতিক নেতা কর্মী-প্রাক্তন সেনা থেকে সাধারণ মানুষ, যাঁদের নাম নেই তাঁদের ডাক পড়েছে শুনানিতে। আর সেই তালিকায় এবার রাজ্যের বিশিষ্ট কবি জয় গোস্বামী। আর এই বিষয়টি জানাজানি হতেই সরব রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কটাক্ষের সুরে বললেন, “আমার মনে হয় বেঁচে থাকলে রবীন্দ্রনাথকেও ওরা SIR-এর লাইনে দাঁড় করাত।”
জানা গিয়েছে, নির্বাচন কমিশন এবার যে খসড়া তালিকা বের করেছে সেখানে জয় গোস্বামীর নাম আছে। একা কবি নন, তাঁর মেয়ের নামও রয়েছে সেখানে। ২০০২ সালের যে তালিকা প্রকাশিত হয়েছে, সেই তালিকায় কোনও অসঙ্গতি রয়ছে। সেই কারণেই নির্বাচন কমিশনের তরফ থেকে তাঁকে শুনানির জন্য বলা হয়েছে। আগামী ২ জানুয়ারি ডাকা হয়েছে শুনানি কেন্দ্রে।
এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ব্রাত্য বসু বলেন, “বিজেপি যে বাংলা ও বাঙালি সংস্কৃতিকে কী চোখে দেখে, তা বোঝা যায়। জয় গোস্বামীকে যদি এসআইআর- এর হেয়ারিং এ ডাকে, আমার মনে হয় বেঁচে থাকলে রবীন্দ্রনাথকেও ওরা SIR-এর লাইনে দাঁড় করাত। এটাই হল বাংলা ও বাঙালি সম্পর্কে। জয়দা এদেশী। উনি রানাঘাট থেকে কলকাতা এসেছেন প্রায় ৪০ বছর হয়ে গিয়েছে। বছরের পর বছর ভোট দিয়েছেন। এটা যদি বিজেপির করতে পারে, এটা যদি ইলেকশন কমিশন করতে পারে, তাহলে বুঝুন বাংলা ও বাঙালি যে কোনও মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিতে পারে।”
