Durgapur: DVC-র খালের জলে ওইটা কী? আঁতকে উঠলেন লোকজন
Durgapur: ঘটনাটি ঘটেছে কাঁকসার পলাশডাঙা এলাকায়। সোমবার সকাল ১১টা নাগাদ এলাকার বাসিন্দাদের নজরে পড়ে ডিভিসির সেচ খালে কিছু একটা ভাসছে। তাঁরা অনুমান করেন, মানুষের দেহের আকৃতির মতো কিছু একটা ভাসছে সেখানে।

দুর্গাপুর: ডিভিসির সেচখালে ওইটা কী? এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছিল এলাকাবাসীর মনে। ধীরে ধীরে সেই খবর চাউর হতেই লোকজন জড়ো হতে শুরু করেন। মনের ভিতর প্রশ্ন আরও বেশি করে মাথাচাড়া দেয়। পরে খালের জল থেকে তুলতেই গায়ে কার্যত কাঁটা দিল সকলের।
ঘটনাটি ঘটেছে কাঁকসার পলাশডাঙা এলাকায়। সোমবার সকাল ১১টা নাগাদ এলাকার বাসিন্দাদের নজরে পড়ে ডিভিসির সেচ খালে কিছু একটা ভাসছে। তাঁরা অনুমান করেন, মানুষের দেহের আকৃতির মতো কিছু একটা ভাসছে সেখানে। এরপরেই স্থানীয় বাসিন্দারা কাঁকসা থানার পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে সেচ খালের জল থেকে উদ্ধার হয় একটি মৃতদেহ। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশের অনুমান, মৃতদেহটি মাঝ বয়সি এক পুরুষের। তবে এখনও পর্যন্ত নাম পরিচয় জানা যায়নি।
এ দিকে, নদিয়ার ছোট জাগুলিয়ার মালিয়াকুর বাজিৎপুর এলাকায় কৃষি জমি থেকে উদ্ধার হয় এক যুবকের গলাকাটা দেহ। পুলিশ জানিয়েছে, ওই যুবকের গলা কাটার পাশাপাশি লিঙ্গ ক্ষতিগ্রস্ত, হাত পা বাধা অবস্থায় ছিল। মাথার খোঁজ মেলেনি। দত্তপুকুর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, প্রমাণ লোপাটের জন্য দেহ কোনও দাহ্য পদার্থ দিয়ে ঝলসে দেওয়া হয়েছে ওই যুবককে।





