School: ‘রবিবার বেরিয়েছিল তারপরই…’, উধাও হয়ে গেল কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রী
Durgapur: পরিবার সূত্রে জানা খবর, 'ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির' ৭ নম্বর গেটের সামনের বস্তিতে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করেন সিকন্দর পাসওয়ান। রবিবার বিকেলে তাঁর মেয়ে রূপা কিছু জিনিস কেনার জন্য বাড়ি থেকে বের হয়।

দুর্গাপুর: খোঁজ মিলছে না কেন্দ্রীয় বিদ্যালয়ের এক ছাত্রীর। রহস্যজনকভাবে দুর্গাপুরের সিআরপিএফ (CRPF) ক্যাম্পে কেন্দ্রীয় বিদ্যালয়ের ওই ছাত্রী নিখোঁজ। ঘটনার তদন্তে দুর্গাপুর থানার পুলিশ। নিখোঁজ ছাত্রীর নাম রূপা কুমারী (১৪)। সে নবম শ্রেণির ছাত্রী। দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির ৭ নম্বর গেটের সামনের বস্তি এলাকার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা খবর, ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির’ ৭ নম্বর গেটের সামনের বস্তিতে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করেন সিকন্দর পাসওয়ান। রবিবার বিকেলে তাঁর মেয়ে রূপা কিছু জিনিস কেনার জন্য বাড়ি থেকে বের হয়। সন্ধ্যে নামার পরেও বাড়ি ফিরেনি। চিন্তিত হয়ে পড়েন পরিবার-পরিজনরা।
তন্ন-তন্ন করে খোঁজ চলে তার। শেষমেশ দুর্গাপুর থানায় নিখোঁজ ডায়রি করে পরিবার। প্রতিবেশী মণি রায় বলেন, “রূপা এলাকার খুব ভালো মেয়ে। অনেকেই হয়ত ভাবছে পালিয়ে গিয়েছে। কিন্তু না, আমরা জানি ওর কোনও ছেলের সঙ্গে সম্পর্ক ছিল না। রবিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিল। তারপর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না। দুর্গাপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।”





