আসানসোল: পাকা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। দরজা জানলাও ভেঙে গিয়েছে। ঘর ভাসছে রক্তে। ভাগ্যের জোরে প্রাণটুকু বেঁচে গিয়েছে ঘরের মানুষগুলোর। কিন্তু মারাত্মকভাবে জখম হয়েছেন সাতজন। মঙ্গলবার সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণ আসানসোলের জামুড়িয়ায়। প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার ফেটে এই ঘটনা। তবে বিস্ফোরণের ভয়াবহতার কারণে সবদিক খোলা রেখেই তদন্ত করছে জামুড়িয়া থানার পুলিশ।
জামুড়িয়া থানা এলাকার বাহাদুরপুর। সেখানেই গোয়ালাপাড়ায় বাড়ি দয়াময় মণ্ডলের। পাকা বাড়ি তাঁর। সেই বাড়ি থেকেই এদিন সন্ধ্যায় বিকট শব্দ শোনা যায়। আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন এলাকার লোকজন। আশেপাশে যাঁরা ছিলেন চিল চিৎকার জুড়ে দেন। ভয়ে কান্নাকাটিও শুরু করে দেন আশেপাশের অনেকেই। কিন্তু যে বাড়িতে এই ঘটনা সে বাড়ির কী ছবি?
বাড়িটির একটা অংশ হুড়মুড় করে ভেঙে পড়ে। দয়াময় মণ্ডল ও ভাইয়েরা এই বাড়িতেই পরিবার নিয়ে থাকেন। ঘরের ছাদ-পাঁচিল ভেঙে তাতে চাপা পড়ে যান অনেকেই। বাড়ির ভিতর থেকে তখন গোঙানি, চিৎকার, কান্নার রোল নানা রকমের শব্দ বেরিয়ে আসছিল বলে জানান এলাকার লোকজন। খবর দেওয়া হয় থানায়। স্থানীয়দের সহযোগিতায় চারজনকে বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। মণ্ডল পরিবারের সদস্যদের দাবি, গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের জেরেই এই ঘটনা ঘটেছে।
এলাকার বাসিন্দা সুকুমার ঘোষ বলেন, “সবে কারখানা থেকে ফিরে পোশাক বদলে ঘরে বসে আছি। হঠাৎ শুনি ভয়ঙ্কর শব্দ। এত জোর শব্দ মনে হল যেন সবকিছু উড়ে গেল। এসে দেখি মণ্ডল বাড়ি থেকে ভয়ানক আওয়াজ। আমরাই পাড়ার লোকজন ছুটে এসে ওদের বাড়ি থেকে বের করার জন্য হাত লাগাই। গাড়ি ডাকলাম। পুলিশকে খবর দেওয়া হল। প্রায় ৭-৮ আহত হয়েছে। গ্যাস সিলিন্ডার ফেটে এটা হয়েছে। ঘরের যাবতীয় ক্ষতি তো হয়েছেই। মানুষগুলোর হাত পা শেষ বোধহয়!”
আরও পড়ুন: Jagdeep Dhankhar: বাজেট অধিবেশনে হট্টগোল, তিনদিনের মধ্যে অধ্যক্ষকে রাজভবনে ডাকলেন রাজ্যপাল
আরও পড়ুন: Madan Mitra at SSKM: ‘কথা বললে কাকের মতো শব্দ বেরোচ্ছে’, এসএসকেএমে ভর্তি মদন মিত্র