Shatrughan Sinha: এবার সমালোচকদের ‘খামোশ’ থাকার পরামর্শ শত্রুঘ্নর
Asansol MP Shatrughan Sinha: শত্রুঘ্ন সিনহা বললেন, "যাঁরা এরকম করছে, যাঁরা বিরুদ্ধে বলছে, যাঁরা শান্তি ও উন্নতিকে বিঘ্নিত করতে চায়, তাদের আমি বলব খামোশ।"
দুর্গাপুর: আসানসোলের সদ্য নির্বাচিত সাংসদ শত্রুঘ্ন সিনহা রবিবার বিকেলে দুর্গাপুরের কাজি নজরুল ইসলাম বিমানবন্দরে আসেন। আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণার পরে ২০ মার্চ এই বিমানবন্দর হয়ে আসানসোলে গিয়েছিলেন শত্রুঘ্ন সিনহা। সেদিন বিরোধীদের খামোশ থাকার কথা বলেছিলেন বলিউডের বিহারীবাবু। রবিবার কাজি নজরুল ইসলাম বিমানবন্দর চত্বরে ফের একবার সমালোচকদের খামোশ থাকার পরামর্শই দিলেন তিনি। বললেন, “যাঁরা এরকম করছে, যাঁরা বিরুদ্ধে বলছে, যাঁরা শান্তি ও উন্নতিকে বিঘ্নিত করতে চায়, তাদের আমি বলব খামোশ।” উল্লখ্য, এবারের লোকসভা উপনির্বাচনে জয়ের পরেই শত্রুঘ্ন সিনহা বলেছিলেন, তিনি আসানসোল ছেড়ে চলে যাবেন না, তিনি এখানে থেকেই কাজ করবেন। রবিবার সেই কথাটাও আবারও স্মরণ করিয়ে দিলেন তিনি। সঙ্গে থাকা দলীয় কর্মীদের দিকে দেখিয়ে বললেন, “ঘর দেখার কাজ চলছে, এরা সবাই দেখছে।”
শত্রুঘ্ন সিনহা বলেন, “ভ্রাতৃত্বের বার্তা দিতেই এসেছি। এটা হল ভালবাসার ও ভ্রাতৃত্বের শহর। আসানসোলে সুখ ও শান্তি চাই, উন্নয়ন চাই… সেই জন্যই আমি এসেছি।” উল্লেখ্য, লোকসভা উপনির্বাচনের সময় থেকেই বিভিন্নভাবে বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হয়েছিল শত্রুঘ্ন সিনহাকে। বহিরাগত খোঁচাও হজম করতে হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই ভেবেছিলেন, শত্রুঘ্ন সিনহা আসানসোলে সেভাবে দাঁত ফোটাতে পারবেন না। কারণও ছিল এর পিছনে। প্রথমত, শত্রুঘ্ন সিনহার উপর ‘বহিরাগত’ চাপ রয়েছে। দ্বিতীয়ত, আসানসোলের মাটি লোকসভা ভোটের ময়দানে কোনওদিনই তৃণমূলের সেভাবে শক্ত ঘাঁটি ছিল না।
কিন্তু তারপরেও শত্রুঘ্ন সিনহার হাত ধরেই আসানসোলের মাটিতে সবুজ আবির ওড়ে। রেকর্ড ব্যবধানে জয়ী হন শত্রুঘ্ন সিনহা। আসানসোল কেন্দ্র থেকে দুই বারের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র রেকর্ডকেও ছাপিয়ে যান তিনি। বিরোধীদের কার্যত ‘খামোশ’ করে দিয়ে আসানসোলের আসন ছিনিয়ে এনেছিলেন শত্রুঘ্ন সিনহা। তারপর থেকেই তিনি বলে আসছিলেন, তিনি আসানসোলে থেকে মানুষের জন্য কাজ করবেন। রবিবার ফের একবার সেই কথাই বলতে শোনা গেল তাঁকে।
আরও পড়ুন : Fraud in Bidhannagar: সরকারি চাকরির টোপ দিয়ে ১৫ লাখ টাকার প্রতারণা, গ্রেফতার অভিযুক্ত