Fraud in Bidhannagar: সরকারি চাকরির টোপ দিয়ে ১৫ লাখ টাকার প্রতারণা, গ্রেফতার অভিযুক্ত
Fraud case in Kolkata: সুশান্ত বাবুর বক্তব্য, জ্যোতির্ময় দিন্দা নামে ওই অভিযুক্ত তাঁর দুই ছেলেকে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াতে চাকরি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১৫ লক্ষ টাকা নেয়।
কলকাতা : কেন্দ্রীয় সরকারি সংস্থায় চাকরি দেওয়ার নাম করে প্রতারণা। অভিযোগ, চাকরির টোপ দিয়ে ১৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে ওই প্রতারক। ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ওই ব্যক্তির নাম জ্যোতির্ময় দিন্দা। রবিবার অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে বিধাননগর পূর্ব থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ২৫ এপ্রিল রামনগরের বাসিন্দা সুশান্ত দাস বিধাননগর পূর্ব থানায় অভিযোগ জানান। সুশান্ত বাবুর বক্তব্য, জ্যোতির্ময় দিন্দা নামে ওই অভিযুক্ত তাঁর দুই ছেলেকে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াতে চাকরি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১৫ লক্ষ টাকা নেয়। প্রথম দিকে ওই প্রতারকের কথা শুনে কোনও সন্দেহ মনে জাগেনি সুশান্ত বাবুর। ভেবেছিলেন, হয়ত সত্যিই ছেলেদের চাকরির ব্যবস্থা হয়ে যাবে দুই ছেলের।
এদিকে জ্যোতির্ময়ের কথায় বিশ্বাস করে তাকে ১৫ লাখ টাকা দিয়ে দেন সুশান্ত দাস। মাঝে অনেকটা সময় পেরিয়ে যায়। তবে এতদিন পেরিয়ে যাওয়ার পরেও ছেলেদের চাকরির কোনও ব্যবস্থা না হওয়ায় সন্দেহ জাগতে থাকে সুশান্ত বাবুর মনে। যত দিন গড়ায়, সন্দেহ ততই তীব্র হতে থাকে। এদিকে দীর্ঘদিন কেটে যাওয়ার পরেও কোনওরকম পদক্ষেপ করে না ওই ব্যক্তি। শেষে সুশান্ত বাবু বুঝতে পারেন, তিনি প্রতারিত হয়েছেন। ১৫ লাখ টাকা দিয়েছেন ঠিকই, কিন্ত ছেলেদের চাকরির কোনও ব্যবস্থা তাতে হবে না। এদিকে প্রতারিত হয়েছেন বুঝতে পেরে পুলিশের দ্বারস্থ হন ওই ব্যক্তি।
গোটা বিষয়টি জানিয়ে বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করেন সুশান্ত দাস। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ এবং গতকাল রাতে অভিযুক্ত জ্যোতির্ময় দিন্দাকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখছেন বিধাননগর পূর্ব থানার পুলিশকর্মীরা।
আরও পড়ুন : TMC Meeting in Kolkata: নজরে পঞ্চায়েত ভোট, জনসংযোগকে আরও আঁটসাঁট করতে মেগা বৈঠকে বসছে তৃণমূল
আরও পড়ুন : Road Accident: স্ত্রী ও সদ্যোজাতকে নিয়ে বাড়ি ফিরছিলেন স্বামী, মাঝপথেই দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স