Durgapur: প্রতিবাদ করার ফল, ‘বাংলা পক্ষের’ এক সদস্যের বিরাট ক্ষতি করল দুষ্কৃতীরা
Bangla Pokkho: ঘটনার সূত্রপাত সোমবার রাতে। সুবীরবাবুর বাড়ির পিছনে একটি পার্ক রয়েছে। প্রতিদিন অন্ধকার নামলেই ওই পার্কে মদ জুয়ার আসর বসে, চলে গালাগালিও। প্রতিদিন এই ঘটনা চলায় অতিষ্ট হয়ে সুবীর সরকার প্রতিবাদ করেছিলেন।

দুর্গাপুর: অসামাজিক কাজের প্রতিবাদ। গভীর রাতে প্রতিবাদীর চার চাকা গাড়িতে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা। ঘটনাস্থল দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত ৪১ নম্বর ওয়ার্ডের মহানন্দা পল্লী। বরাত জোরে পরিবার নিয়ে প্রাণে বাঁচলেন প্রতিবাদী সুবীর সরকার। বস্তুত, সুবীরবাবু ‘বাংলা পক্ষের’ সদস্য বলে জানা গিয়েছে।
ঘটনার সূত্রপাত সোমবার রাতে। সুবীরবাবুর বাড়ির পিছনে একটি পার্ক রয়েছে। প্রতিদিন অন্ধকার নামলেই ওই পার্কে মদ জুয়ার আসর বসে, চলে গালাগালিও। প্রতিদিন এই ঘটনা চলায় অতিষ্ট হয়ে সুবীর সরকার প্রতিবাদ করেছিলেন। কোকওভেন থানার পুলিশকে ডেকে পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার আবেদন করেন তিনি। অপরাধ এটাই। পুলিশের সামনেই সুবীর সরকারকে হুমকি দেয় সমাজ বিরোধীরা। পুলিশ তখনকার মতো অশান্তি থামিয়ে দেয় এবং এক সমাজ বিরোধীর মোটর বাইক থানায় নিয়েও চলে যায় পুলিশ।
এরপর মাঝরাতে ঘুম থেকে উঠে প্রথম সুবীর বাবু দেখতে পান তার বাড়ির সামনে দাঁড় করানো চার চাকা গাড়ি দাউদাউ করে জ্বলছে। ফের ডাকা হয় কোকওভেন থানার পুলিশকে। পুলিশ দুই জনকে আটক করলেও একজন পলাতক। গোটা ঘটনার জেরে টানটান উত্তেজনা দুর্গাপুরের মহানন্দা পল্লীতে। রীতিমতো আতঙ্কে এখন গোটা পরিবার। বরাত জোরে প্রাণে বেঁচে গেলেন সুবীর সরকারের পরিবার।





