Asansol:মাটি চুরিকে কেন্দ্র করে ধুন্ধুমার, একে অপরের বিরুদ্ধে অভিযোগ করলেন দুই TMC নেতা
TMC: অন্যদিকে, কল্যাণ ঘোষ বলেন, "মাটি চুরি,গাছ চুরির অভিযোগ ভিত্তিহীন। আমি ট্রাক্টর ভাটাতে ইট চালাই। আমার খালি একটা ট্রাক্টর আটক করে। আমি খোঁজ নিতে গেলে আমাকেও গালাগালি করে এবং মারধর করে। আমি কোনও মাটি চুরি করিনি।"

আসানসোল: মাটি চুরিকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি জামুড়িয়া বিধানসভার পড়াশিয়া গ্রাম পঞ্চায়েতের কুলডাঙা গ্রামে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হল এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অভিযোগ উঠছে স্থানীয় প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি কল্যাণ কুমার ঘোষের বিরুদ্ধে।
জানা গিয়েছে, কল্যাণ ঘোষ রেশন ডিলার ও একজন ঠিকাদার। অবৈধভাবে মাটি কাটা ও পাচারের অভিযোগ তাঁর বিরুদ্ধে। আর এই অভিযোগ তুলেছেন স্থানীয় উজ্জ্বল ঘোষ ও মানস ঘোষ। এই মানস ঘোষ আবারস্থানীয় পঞ্চায়েত প্রধান অনিতা ঘোষের স্বামী ও তৃণমূল নেতা। কিন্ত বুধবার দেখা গেল একে অপরের সঙ্গে রীতিমতো প্রকাশ্যে গালিগালাজ করতে ও মারপিট করতে।
উজ্জ্বল ও মনেস ঘোষের অভিযোগ, তাঁদের জমি থেকে মাটি কেটে পাচার করে কল্যাণ। তাঁকে হাতেনাতে ধরেছে আজকে। এলাকার আরেক জমি মালিক উজ্জ্বল ঘোষের অভিযোগ, এলাকার বাসিন্দা কল্যাণ ঘোষ তাদের প্রায় আড়াই তিন বিঘা জমির উপরে থাকা গাছপালা কেটে বিক্রি করেছে। এখন দশ ফুট গভীর করে মাটি কেটে বিক্রি করে দিচ্ছে। খবর পেয়ে এখানে এসে একটি ট্রাক্টর আটক করে পুলিশে খবর দিলে,পুলিশ এসে খালি ট্রাক্টরটি উদ্ধার করে নিয়ে যায়।
অন্যদিকে, কল্যাণ ঘোষ বলেন, “মাটি চুরি,গাছ চুরির অভিযোগ ভিত্তিহীন। আমি ট্রাক্টর ভাটাতে ইট চালাই। আমার খালি একটা ট্রাক্টর আটক করে। আমি খোঁজ নিতে গেলে আমাকেও গালাগালি করে এবং মারধর করে। আমি কোনও মাটি চুরি করিনি।”

