Asansol: আসানসোলে তুলকালাম, বিজেপি কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ, আহত পুলিশও
Asansol: রানিগঞ্জের আসানসোল দক্ষিণ গ্রামীণ এলাকার ঘটনা। সেখানে বিজেপির বেশ কিছু কর্মী সমর্থক বল্লভপুরের বাঁশতলা মোড় এলাকায় বিক্ষোভ আন্দোলন করছিলেন। তাঁদের উপর সেই সময় তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ
আসানসোল: তৃণমূল কর্মীদের হামলায় মাথা ফাটল বিজেপির বলে অভিযোগ। বিজেপি জেলা পরিষদের প্রার্থী,যুব মোর্চার সাধারণ সম্পাদক দীপ্তরূপ মণ্ডল ও অন্য বিজেপি কর্মীদের নির্মমভাবে মারধর করা হয়। ভাইরাল দৃশ্য দেখা যায় ওই বিজেপি কর্মী হাতজোর করলেও তার কাকুতি মিনতি শোনা হয়নি। লাঠির আঘাতে মাথা ফাটিয়ে দেওয়া হয় তাঁর। যদিও এর সত্যতা যাচাই করেনি টিভি ৯ বাংলা।
রানিগঞ্জের আসানসোল দক্ষিণ গ্রামীণ এলাকার ঘটনা। সেখানে বিজেপির বেশ কিছু কর্মী সমর্থক বল্লভপুরের বাঁশতলা মোড় এলাকায় বিক্ষোভ আন্দোলন করছিলেন। তাঁদের উপর সেই সময় তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় বিজেপির বেশ কয়েকজন কর্মী সমর্থক গুরুতরভাবে আহত হয়। তাদের গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। একই সঙ্গে পুলিশ প্রশাসন এই ঘটনার সামাল দিতে গিয়ে আহত হয়।
এদিন সকালেই বিজেপি নেতৃত্বের কথায় দোকান বন্ধ করলেও পরে রানীগঞ্জের তৃণমূল ব্লক সভাপতি রূপেশ যাদব ও রানীগঞ্জের বরো চেয়ারম্যান মজাম্মেল শাহজাদার কথায় কয়েকজন দোকানদার দোকান খোলে। তবে পুলিশ প্রশাসনের উদ্যোগে কয়েকটি বাস চলাচল করলেও বেশিরভাগ বাস বন্ধ থাকে।