আসানসোল: অবশেষে এজলাসে হাজির করা গেল কয়লা ও গরু পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রকে। শুক্রবার আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হয় বিনয় মিশ্রের ভাইকে। বিকাশকে ১০ দিনের জন্য সিবিআই হেফাজত দিয়েছেন বিচারক। এদিনই কলকাতার এসএসকেএম হাসপাতাল থেকে আসানসোলে বিকাশকে নিয়ে যান সিবিআই আধিকারিকরা। বিকাশ মিশ্রর আইনজীবী সোমনাথ চট্টরাজ জানান, সিবিআই বিকাশ মিশ্রকে ‘শোন অ্যারেস্টে’র জন্য আদালতে আবেদন জানিয়েছিল। সেটা মঞ্জুর হয়। এরপরই সিবিআই ১৪ দিনের হেফাজতের আর্জি জানায়। যদিও বিকাশ মিশ্রের আইনজীবীদের তরফে তার বিরোধিতা করা হয়। দু’পক্ষের বক্তব্যই শোনেন বিচারক। এরপর ১০ দিনের সিবিআই হেফাজত দেওয়া হয় বিকাশকে। অর্থাৎ আগামী ১৮ এপ্রিল পর্যন্ত বিকাশ মিশ্রকে হেফাজতে পেল সিবিআই।
প্রসঙ্গত, কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্রকে এদিন সশরীরে আদালতে হাজির করা হয়। মূলত সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর প্রেসিডেন্সি সংশোধনাগারে ছিলেন বিকাশ। যদিও সেখানে তিনি থাকেননি। ‘অসুস্থ’ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন। বহু চেষ্টার পর এদিন তাঁকে এজলাসে তোলা যায়। এরপরই সিবিআই গরু পাচারকাণ্ডেও বিকাশকে অভিযুক্ত বলে দাবি করে ‘শোন অ্যারেস্টে’র আর্জি জানান। তার অনুমতিও দেওয়া হয়।
অর্থাৎ এতদিন কয়লাকাণ্ডের সঙ্গে বিকাশ মিশ্রের নাম যুক্ত ছিল। এবার তাঁর নাম জুড়ল গরু পাচারকাণ্ডেও। এদিন আদালতে গরু পাচার মামলার শুনানির সময়ই আদালত তাঁকে আগামী ১০ দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেন। আগামী ১৮ এপ্রিল ফের এই মামলার শুনানি রয়েছে। অন্যদিকে কয়লাকাণ্ডে ২২ এপ্রিল আদালতে তোলা হবে বিকাশকে।
আরও পড়ুন: CPIM party congress: বঙ্গ সিপিএম-এর দশা ওমিক্রনের মতো! চাঞ্চল্যকর তথ্য পার্টি কংগ্রেসের হাতে
আরও পড়ুন: Amit Shah: বিধানসভা ভোটের পর প্রথমবার বঙ্গ সফরে অমিত শাহ, বসতে পারেন বিজেপি বিধায়কদের নিয়ে