ECL: বড় দুর্ঘটনা ইসিএলের কোল হ্যান্ডেলিং প্লান্টে, বরাত জোরে রক্ষা শ্রমিকদের
Durgapur News: এই প্রকল্পের কোল হ্যান্ডেলিং প্লান্টে প্রায় ১২০ জন স্থায়ী ও অস্থায়ী শ্রমিক কাজ করেন। এদিন ঘটনার সময় টিফিন করছিলেন তাঁরা।

দুর্গাপুর: ভয়ঙ্কর দুর্ঘটনা ইসিএলের শোনপুর বাজারি কয়লাখনির কোল হ্যান্ডেলিং প্লান্টে। রবিবার হুড়মুড়িয়ে ভেঙে পড়ে প্লান্টের কাঠামো। যদিও সে সময় শ্রমিকরা বিশ্রাম করছিলেন। তাই বরাত জোরে বড় বিপদ এড়ানো সম্ভব হয়। এই ঘটনায় ইসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে নিরাপত্তা নিয়ে উদাসীনতার অভিযোগ তুলেছেন শ্রমিকরা। অভিযোগ, ইসিএলের নিরাপত্তা বিষয়ক আধিকারিক ঘটনাস্থলে এলেও নির্বিকার।
শোনপুর বাজারি খোলামুখ খনির কোল হ্যান্ডেলিং প্ল্যান্টটি গত কুড়ি বছর ধরে চলছে। সোমবার বেলা ১টা নাগাদ হঠাৎই সেখানে কোল হ্যান্ডেলিং প্ল্যান্টের পুরো কাঠামোটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। অল্পের জন্য প্রাণে বাঁচেন প্রায় ৪০ জন শ্রমিক। কর্তৃপক্ষের গাফিলতিতেই এই দুর্ঘটনা বলে অভিযোগ তোলেন শ্রমিকরা। ইসিএলের শোনপুর বাজারি প্রজেক্টের এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়ায় শ্রমিকদের মধ্যে।
জানা গিয়েছে, এই প্রকল্পের কোল হ্যান্ডেলিং প্লান্টে নিয়মিত প্রায় ১২০ জন স্থায়ী ও অস্থায়ী শ্রমিক কাজ করেন। বেলা ১টা নাগাদ শ্রমিকদের টিফিন ব্রেক চলছিল। সেই সময়ই ঘটে যায় বিপত্তি। কাজের সময় দুর্ঘটনা ঘটলে প্রচুর শ্রমিকের মৃত্যু পর্যন্ত হতে পারত বলে আশঙ্কা কর্মীদের। শ্রমিক সংগঠনের নেতা অসিত মণ্ডল দুর্ঘটনার জন্য সরাসরি শোনপুর বাজারি কর্তৃপক্ষের আধিকারিকদের দায়ী করেন।
তাঁর কথায়, কর্তৃপক্ষ উৎপাদন নিয়ে যতটা চিন্তিত, শ্রমিক নিরাপত্তা নিয়ে মোটেই ততটা উৎকন্ঠা নেই। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন তিনি। দুর্ঘটনা ঘটার কিছুক্ষণ পরে সেখানে এসে পৌঁছন সংস্থার সেফটি অফিসার মনোজ কুমার। যদিও এই দুর্ঘটনা নিয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে এড়িয়ে যান তিনি।
