SIR-র কাজ সেরে স্কুলে যাচ্ছিলেন, ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল BLO-র

BLO died in accident: দুর্ঘটনায় বিএলও-র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিম মেদিনীপুর জেলা শিক্ষক সংগঠনের সহ সভাপতি সরোজ দাস। তাঁর বক্তব্য, বিএলও-র কাজ সেরে স্কুলে যাওয়ার জন্য দেরি হচ্ছিল। তাড়াহুড়ো করে স্কুলে রওনা দিয়েছিলেন ওই শিক্ষক। সেইসময়ই দুর্ঘটনা ঘটে। বিএলও-দের অমানুষিক কাজের চাপের কথা উল্লেখ করেন তিনি।

SIR-র কাজ সেরে স্কুলে যাচ্ছিলেন, ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল BLO-র
মৃত বিএলও (বাঁদিকে)Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Dec 08, 2025 | 11:17 PM

নারায়ণগড়: সকালে এসআইআর- র কাজ করেছেন। তারপর স্কুলে যাচ্ছিলেন। আর পথে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক BLO-র। মৃতের নাম অরবিন্দ মিশ্র (৩১)। মৃতের বাড়ি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার সাইকা পাটনা গ্রামে। নারায়ণগড় বিধানসভার সাইকা ৪৯ নম্বর বুথের বিএলও ছিলেন তিনি। পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলেন।

সোমবার সকালে ভোটারদের বাড়ি থেকে ফর্ম নিয়ে এসে ডিজিটাইজেশনের কাজ করেন। তারপর বাইকে করে বেলদা জানকী প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। ১৬ নম্বর জাতীয় সড়কের বাখরাবাদ কলোনির কাছে একটি খালি ডাম্পার পিছন থেকে ধাক্কা মারে ওই বিএলও-র বাইকে। ধাক্কার জেরে বাইক থেকে ছিটকে পড়েন অরবিন্দ মিশ্র। দুর্ঘটনার পর জাতীয় সড়ক কর্তৃপক্ষ তাঁকে উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ওই বিএলও-র হাতে ও পায়ে আঘাত লেগেছিল বলে হাসপাতাল সূত্রে খবর। মেদিনীপুর মেডিক্যালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।

মৃত বিএলও-র পরিবারে তাঁর স্ত্রী ও একটি তিনবছরের কন্যাসন্তান রয়েছে। মৃতের দাদা অর্ণব মিশ্র বলেন, “সকালে বিএলও-র কাজ সেরে স্কুলে যাচ্ছিল ভাই। অনেকটা দেরি হয়ে গিয়েছিল। একটি লরি পিছন থেকে বাইকে ধাক্কা মারে। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে তাঁর এক্সরে করতে যাওয়ার সময় মৃত্যু হয়।”
ঘটনায় শোক প্রকাশ করেছেন পশ্চিম মেদিনীপুর জেলা শিক্ষক সংগঠনের সহ সভাপতি সরোজ দাস। তাঁর বক্তব্য, বিএলও-র কাজ সেরে স্কুলে যাওয়ার জন্য দেরি হচ্ছিল। তাড়াহুড়ো করে স্কুলে রওনা দিয়েছিলেন ওই শিক্ষক। সেইসময়ই দুর্ঘটনা ঘটে। বিএলও-দের অমানুষিক কাজের চাপের কথা উল্লেখ করেন তিনি।

কিছুদিন আগে কোচবিহারের শীতলকুচিতে এসআইআর-র কাজ সেরে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় এক বিএলও মারা যান। ওই ঘটনায় বিএলও-দের উপর চাপের কথা তুলে ধরে সরব হয়েছিল তৃণমূল। পশ্চিম মেদিনীপুরেও দুর্ঘটনায় বিএলও-র মৃত্যুতে কাজের চাপের অভিযোগ উঠছে।