Paschim Medinipur: ট্রাক থামিয়ে পছন্দ মতো মার্কেটিং, রামলালের কীর্তির আরও এক নমুনা ধরা পড়ল ক্যামেরায়

Paschim Medinipur: ট্রাক থামিয়ে পছন্দ মতো মার্কেটিং, রামলালের কীর্তির আরও এক নমুনা ধরা পড়ল ক্যামেরায়

Ashim Bera

| Edited By: Soumya Saha

Updated on: Oct 02, 2023 | 8:11 PM

Elephant on Road: জঙ্গলের ফাঁক-ফোকড় দিয়ে কখন যে সে বেরিয়ে আসে, কোনও ঠিক থাকে না। আর একবার মুখোমুখি দেখা হয়ে গেলেই ব্যস! একেবারে মস্তানের মতো নিজের পছন্দমতো জিনিস নিয়ে চলে যায়! তাকে বাধা দেওয়ার সাধ্যি কারও নেই।

মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড থেকে গড়বেতার দিকে যাওয়ার রাস্তা। পিচে মোড়া এই রাস্তার দু’পাশে জঙ্গল। আর সেই জঙ্গলের বুক চিরে রাস্তা সোজা চলে গিয়েছে গড়বেতার দিকে। অভিরাম প্রাকৃতিক শোভা রাস্তার দু’পাশে। কিন্তু কোনও গাড়ি এই রাস্তায় একবার দাঁড়িয়ে গেলেই ঘটে যায় বিপত্তি। জঙ্গলের ফাঁক-ফোকড় দিয়ে কখন যে সে বেরিয়ে আসে, কোনও ঠিক থাকে না। আর একবার মুখোমুখি দেখা হয়ে গেলেই ব্যস! একেবারে মস্তানের মতো নিজের পছন্দমতো জিনিস নিয়ে চলে যায়! তাকে বাধা দেওয়ার সাধ্যি কারও নেই। এবারও তাই হল, মাঝ রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে পুজোর মুখে নিজের ইচ্ছেমতো ‘মার্কেটিং’ সেরে নিল।

কথা হচ্ছে রামলালকে নিয়ে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম-সহ জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকায় ঘুরে বেরায় সে। এলাকায় বেশ নামডাকও রয়েছে। বিশাল তার চেহারা। এলাকার লোকজনই ভালবেসে তার নাম রেখেছে রামলাল। না, না… এ কোনও মানুষ নয়। এ হল জঙ্গলমহলের এক দাঁতাল। বনে বনে ঘুরে বেরায়। আর যখন যা হাতের কাছে, থুড়ি শুঁড়ের কাছে পায়, তাই খেয়ে পেট ভরায়। রামলালের এমন কাণ্ড-কারখানার সঙ্গে এলাকাবাসীরাও পরিচিত। কখনও ঢুকে যায় খাবারের দোকানে। আবার কখনও কোনও কারখানায়। এমনকী খাবারের জন্য গৃহস্থের বাড়ি পর্যন্ত ঢুকে যাওয়ার রেকর্ড রয়েছে রামলালের। সে কারও তোয়াক্কাই করে না। নিজের মর্জি মতো যখন যেখানে খুশি ঢুকে পড়ে। আর জঙ্গলের রাস্তায় কোনও গাড়ি দাঁড়িয়ে পড়লে তো রামলালের জন্য তা বাম্পার অফার।

আজও তাই হয়েছে। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানা এলাকার ময়রাকাটা জঙ্গলের রাস্তা দিয়ে একটি ট্রাক যাচ্ছিল। ট্রাকে জামা-কাপড়, খাবার-দাবার সবই ছিল। এমন সুযোগ কি আর রামলাল ছাড়ে! সেও একেবারে রাস্তার উপরে উঠে ট্রাক দাড় করিয়ে ফেলেছে। যেন তাকে খাবার না দিয়ে যাওয়াই যাবে না। ট্রাক একবার রাস্তার উপর দাঁড়িয়ে পড়তেই, কন্টেনার খুলে নিজের পছন্দমতো খাবার খুঁজে নিল রামলাল। কিছু জামাকাপড়ও রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে ফেলল। সেগুলো হয়ত নিজের শরীরের মাপমতো না পেয়ে একটু বিরক্তই হয়েছে রামলাল। সপ্তাহের প্রথম দিনেই ফের একবার রামলালের এমন কীর্তি ধরা পড়ল ক্যামেরায়।