BJP-TMC: ঘাটালে তৃণমূলে ভাঙন, ভোটের আগে কতটা শক্তি বাড়ল বিজেপির?
Ghatal: তবে নিচুতলার এই দলবদলকে বিশেষ পাত্তা দিতে নারাজ ঘাটাল ব্লকের তৃণমূল নেতারা। ঘাটালের ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি বলছেন, বিজেপি আসলে ফিনিস হয়ে গিয়েছে। এখন সাজানো নাটক করছে। অন্যদিকে বিজেপিতে যোগদানকারীরা আবার তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সুর চড়াচ্ছেন।

ঘাটাল: ভোটের আগে ঘাটালে জোর ধাক্কা তৃণমূলে। ঘাসফুল শিবির ছেড়ে তৃণমূলের ৫০ জন কর্মী সমর্থক যোগদান করলেন বিজেপিতে। তা নিয়েই জেলার রাজনৈতিক মহলে চাপানউতোর চলছে পুরোদমে। ঘাটালে বিজেপির দলীয় কার্যালয়ে তৃণমূল থেকে আসা কর্মীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। যোগদান পর্বে ব্লক থেকে উপস্থিত ছিলেন বিজেপির এক ঝাঁক নেতা-কর্মীরাও। নতুন কর্মীদের পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত বিধায়ক। তবে পুরো ঘটনাকে বিশেষ পাত্তা দিতে নারাজ শাসক শিবিরের নেতার। তাঁরা উল্টে পদ্ম শিবিরের বিরুদ্ধেই সুর চড়াচ্ছেন।
বিধায়ক শীতল কপাট বলছেন, “ঘাটালের খড়ার পৌরসভা ও ঘাটাল পৌরসভা থেকে অনেক সক্রিয় তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করেছেন। ২৫টি পরিবার থেকে প্রায় ৫০ জন যোগ দিয়েছেন আমাদের দলে। ওদের সকলকেই স্বাগত জানাই। তবে এখানেই শেষ নয়, আগামীতে তৃণমূলের আরও অনেক নেতা-কর্মীই বিজেপিতে যোগদান করতে চলেছেন।”
তবে নিচুতলার এই দলবদলকে বিশেষ পাত্তা দিতে নারাজ ঘাটাল ব্লকের তৃণমূল নেতারা। ঘাটালের ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি বলছেন, বিজেপি আসলে ফিনিস হয়ে গিয়েছে। এখন সাজানো নাটক করছে। অন্যদিকে বিজেপিতে যোগদানকারীরা আবার তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সুর চড়াচ্ছেন। বিজেপিতে এসেই এক কর্মী বলছেন, “তৃণমূলের নিচু থেকে উপর পর্যন্ত দুর্নীতিগ্রস্ত সরকার চলছে। চাকরি চুরি থেকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আরজি করের ঘটনা, ডাক্তারদের উপর নির্মম অত্যাচার সব রাজ্যে চলছে পুরোদমে। যে অন্যায় গোটা রাজ্যে চলছে তারই প্রতিবাদে আমরা বিজেপিতে যোগ দিলাম।”
