Salboni: ইঁদুর ধরার জন্য মাটি খুঁড়তেই বেরিয়ে এল… দীর্ঘদিন বাদে এই দৃশ্য দেখল পশ্চিম মেদিনীপুর
Paschim Medinipur: এদিন সকালে ইঁদুর ধরার জন্য মাটি কাটছিলেন বেশ কয়েকজন আদিবাসী মানুষজন। সাত সকালে এমন দৃশ্য দেখে হতভম্ব এলাকার মানুষজন। একসময় এই শালবনী ফেরার পথেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয়ের সামনেই ঘটেছিল ল্যান্ডমাইন বিস্ফোরণ।

শালবনী: আদিবাসী এলাকা। ইঁদুর ধরার জন্য মাটি খোঁড়েন অনেকেই। আর সেই মাটি খুঁড়তে গিয়েই চোখ কপালে এলাকার বাসিন্দাদের। পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দারা দীর্ঘদিন পরে দেখল এমন দৃশ্য। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শালবনী ব্লকের কাশিজোড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আজনাশুলি গ্রামের ঘটনা।
সোমবার সকালে জমির মাটি খুঁড়তে গিয়ে বেরিয়ে এল কার্তুজ। দীর্ঘদিন বাদে পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল এলাকায় দেখা গেল এমন কার্তুজ। কোথা থেকে এল, কতদিন ধরে মাটির নীচে রাখা ছিল, তা বুঝে উঠতে পারছেন না কেউই। প্রাক্তন সিপিএম নেতা সুকদেব মাহাতোর জমিতেই এই কার্তুজ উদ্ধার হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।
এদিন সকালে ইঁদুর ধরার জন্য মাটি কাটছিলেন বেশ কয়েকজন আদিবাসী মানুষজন। সাত সকালে এমন দৃশ্য দেখে হতভম্ব এলাকার মানুষজন। জানা যাচ্ছে, বহু পুরনো কার্তুজ মাটির নীচে চাপা দিয়ে রাখা হয়েছিল। শালবনী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। কার্তুজগুলি উদ্ধার করা হচ্ছে।
শালবনী যে দীর্ঘদিন ধরে মাওবাদী অধ্যুষিত ছিল, তা সবারই জানা। এক সময় এই শালবনী থেকে ফেরার পথেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয়ের সামনেই ঘটেছিল ল্যান্ডমাইন বিস্ফোরণ। সেই শালবনীতে এবার বহুদিন বাদে এভাবে কার্তুজ উদ্ধার হল। তবে সিপিএম নেতৃত্ব তৃণমূলের দিকে আঙুল তুলেছে। সিপিএমের জেলা সম্পাদক বিজয় পাল বলেন, “কিষাণজীর সঙ্গে কাদের চুক্তি ছিল, তা গোটা দেশ জানে। তৃণমূলই ছিল মাওবাদীদের পিছনে। তাই এই ঘটনার দায়ও তাদের নিতে হবে।”
