Paschim Medinipur: সমবায় সমিতিতে কোটি কোটি টাকা কোথায় গেল? তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পথে আমানতকারীরা
Allegation of financial fraud in Cooperative society: আমানতকারীরা পথ অবরোধ করে দাবি তোলেন, এক মাসের মধ্যে জগন্নাথ মুলা-সহ সমবায় সমিতির বোর্ড মেম্বারদের গ্রেফতার করে আমানতকারীদের টাকা ফেরত দিতে হবে। যদি তা না হয় তাহলে তাঁরা জগন্নাথ মুলা-সহ বোর্ড মেম্বারদের বাড়ি ঘেরাও করবেন। সমবায়ে আর্থিক তছরুপ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।

ডেবরা: নিজেদের সঞ্চয় সমবায় সমিতিতে রেখেছিলেন। আর সমবায় থেকে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ‘গায়েব’। মাথায় হাত পড়ে আমানতকারীদের। তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সমবায় সমিতিতে আর্থিক তছরুপের অভিযোগ তুলে আমানতকারীরা পথে নামলেন। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের ডেবরার। সমবায় সমিতিতে আর্থিক তছরুপের অভিযোগ নিয়ে শাসকদলকে নিশানা করেছে বিজেপি।
ডেবরা ব্লকের এক নম্বর ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাটনা সমবায় সমিতিতে প্রায় সাড়ে ৫ কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। ওই সমবায় সমিতিতে বোর্ড সেক্রেটারি ছিলেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান জগন্নাথ মুলা। সমবায় সমিতিতে কোটি কোটি টাকা আর্থিক তছরুপে ওই গ্রাম পঞ্চায়েত প্রধান জড়িত বলে আমানতকারীদের অভিযোগ। মঙ্গলবার পাটনা ডেবরা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান আমানতকারীরা। তাঁদের দাবি, সমবায় সমিতির বিভিন্ন রেজুলেশনে সরাসরিভাবে এই আর্থিক তছরুপের ঘটনায় তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান জগন্নাথ মুলার নাম থাকলেও তাঁকে গ্রেফতার করা হচ্ছে না।
এদিন আমানতকারীরা পথ অবরোধ করে দাবি তোলেন, এক মাসের মধ্যে জগন্নাথ মুলা-সহ সমবায় সমিতির বোর্ড মেম্বারদের গ্রেফতার করে আমানতকারীদের টাকা ফেরত দিতে হবে। যদি তা না হয় তাহলে তাঁরা জগন্নাথ মুলা-সহ বোর্ড মেম্বারদের বাড়ি ঘেরাও করবেন। এদিন প্রথমে সমবায় সমিতির কাছ থেকে পদযাত্রা করে ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের সামনে পথ অবরোধ করা হয়। পরে ফের সমবায় সমিতির সামনে পথ অবরোধ করেন আমানতকারীরা।

তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান জগন্নাথ মুলা
তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ভবানীপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান জগন্নাথ মুলা। তিনি বলেন, “যাঁরা আন্দোলন করছেন, তাঁরা এই সমবায়ে দুর্নীতিতে জড়িত। ঋণ নিয়ে শোধ করেননি। এই অবৈধ আন্দোলনের জন্যই আমানতকারীরা টাকা পাচ্ছেন না।” তিনি আরও দাবি করেন, সাড়ে ৫ কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ সাজানো গল্প। তৃণমূলের একাংশও এর সঙ্গে জড়িত বলে তাঁর দাবি। বলেন, “আমার সাফল্য সহ্য করতে না পেরেই দলের কেউ কেউ ভুয়ো অভিযোগে ইন্ধন দিচ্ছেন।”
সমবায়ে আর্থিক তছরুপ নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছে গেরুয়া শিবির। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস বলেন, সমবায় সমিতিগুলিকে নষ্ট করে দিচ্ছেন তৃণমূল নেতারা। সব সমবায়ে টাকা আত্মসাৎ করছেন। এলাকার মানুষ যদি চান, তাহলে তাঁরা এলাকার মানুষের সঙ্গে আন্দোলনে সামিল হবেন। গ্রাম পঞ্চায়েত প্রধানকে গ্রেফতারের দাবি জানান তিনি।
