Dilip Ghosh: দিলীপ আছেন দিলীপেই! ‘বাড়ি থেকে টেনে এনে রাস্তায় ফেলে পেটাব’, ফের হুঙ্কার পদ্ম নেতার

Debabrata Sarkar | Edited By: জয়দীপ দাস

Mar 22, 2025 | 4:31 PM

Dilip Ghosh: ফের সাংবাদিকদের সামনে ক্ষোভ উগরে দেন দিলীপ। সাফ বলেন, “যে পার্টিরই হোক, এই ধরনের বেয়াদপি করতে এলে বাড়ি থেকে টেনে এনে রাস্তায় ফেলে পেটাব। রাজনীতি করতে হলে ভদ্রভাবে করো। ছ্যাবলামি করতে হলে আমরাও জানি কাকে কীভাবে সিধে করতে হয়।”

Dilip Ghosh: দিলীপ আছেন দিলীপেই! ‘বাড়ি থেকে টেনে এনে রাস্তায় ফেলে পেটাব’, ফের হুঙ্কার পদ্ম নেতার
দিলীপ ঘোষ
Image Credit source: TV9 Bangla

Follow Us

খড়গপুর: “রাজনীতি ছেড়ে দেব, তবু মেজাজ হারাব না। যা বলেছি মেজাজ ঠিক রেখেই বলেছি। ঠিক বলেছি।” ফের রুদ্র মেজাজে দিলীপ ঘোষ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুক্রবারের ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন। ফের একবার একহাত নিলেন তৃণমূলকে। সাফ বললেন, “তৃণমূল যদি মনে করে এই রাজনীতি খড়গপুরে শুরু করবে তাহলে বাড়িতে ঢুকে মারব। নাহলে বাড়ি থেকে টেনে এনে চৌরাস্তায় মারব। আর যে বলছে কুকথা তাঁকে আমি শিখিয়ে দেব কোনটা কুকথা, আর কোনটা সুকথা।” 

প্রসঙ্গত, একদিন আগে খড়গপুর একটি রাস্তার উদ্বোধন করতে গিয়ে এলাকার মহিলাদের বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ। দিলীপকে দেখেই ক্ষোভে ফেটে পড়েন একাধিক মহিলা। সাংসদ, বিধায়ক কোনও কিছু না হওয়ার পরেও কী করে রাস্তার উদ্বোধন করতে পারেন দিলীপ? প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পাল্টা সুর চড়ান দিলীপ ঘোষও। ‘বাপ তোলা’ নিয়ে প্রকাশ্য রাস্তাতেই শুরু হয়ে যায় কাদা ছোড়াছুড়ি। সাফ বলেছিলেন এসবের পিছনে রয়েছে তৃণমূলই। 

এদিন এ ঘটনা নিয়েই ফের সাংবাদিকদের সামনে ক্ষোভ উগরে দেন দিলীপ। সাফ বলেন, “যে পার্টিরই হোক, এই ধরনের বেয়াদপি করতে এলে বাড়ি থেকে টেনে এনে রাস্তায় ফেলে পেটাব। রাজনীতি করতে হলে ভদ্রভাবে করো। ছ্যাবলামি করতে হলে আমরাও জানি কাকে কীভাবে সিধে করতে হয়।” অন্যদিকে এদিনই আবার দিলীপের কটূক্তির প্রতিবাদে খড়গপুরে দিলীপ ঘোষের বাংলোর সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। যদিও পাল্টা রাস্তায় নামে বিজেপি কর্মীরাও। সূত্রের খবর, সেই মুহূর্তে নিজের বাংলোয় ছিলেন না দিলীপ।