5

TMC: এক চালে বাজিমাত, বিজেপির বোর্ডে থাবা তৃণমূলের

Panchayat: ইড়পালা গ্রামপঞ্চায়েতের খাসবাড় বুথে বিজেপির জয়ী সদস্য রমা মণ্ডল সোমবারই তৃণমূলে যোগ দেন। এতেই তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে ৮ হয়। একইভাবে বিজেপির সদস্য সংখ্যা কমে ৭ হয়। রমা মণ্ডল তৃণমূলে আসায় পঞ্চায়েতেও বদল এল।

TMC: এক চালে বাজিমাত, বিজেপির বোর্ডে থাবা তৃণমূলের
রমা মণ্ডল। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 19, 2023 | 8:50 AM

ঘাটাল: এক আসনে বাজিমাত শাসকদলের। বিজেপির এক পঞ্চায়েত সদস্যকে দলে টেনে গ্রামপঞ্চায়েতই ছিনিয়ে নিল তৃণমূল। ঘাটাল ব্লকের ইড়পালা গ্রামপঞ্চায়েত। ১৫ আসনের এই গ্রামপঞ্চায়েতে বিজেপি ৮টিতে জেতে, তৃণমূলের দখলে যায় ৭টি। বোর্ড গড়ে বিজেপি। কিন্তু সোমবার ছন্দপতন। বিজেপির এক সদস্য তৃণমূলে যোগদান করতেই উল্টে গেল চাল।

ইড়পালা গ্রামপঞ্চায়েতের খাসবাড় বুথে বিজেপির জয়ী সদস্য রমা মণ্ডল সোমবারই তৃণমূলে যোগ দেন। এতেই তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে ৮ হয়। একইভাবে বিজেপির সদস্য সংখ্যা কমে ৭ হয়। রমা মণ্ডল তৃণমূলে আসায় পঞ্চায়েতেও বদল এল। রমা মণ্ডল বলেন, বিজেপিতে বিধায়ক শীতল কপাটের কথাই চূড়ান্ত। তিনি ভোটে জিতলেও কাজের সুযোগ একেবারেই পাচ্ছিলেন না। তাই দলবদলের সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আশিস হুদাইত বলেন, “রমা মণ্ডল বুঝতে পেরেছেন বিজেপিতে থেকে কাজ করা সম্ভব নয়। বিজেপি ভাষণ দিতে পারে।” অন্যদিকে বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, “বিজেপির বোর্ড ছিল, বিজেপির বোর্ডই থাকবে। তবে তৃণমূল ভাঙাগড়ার খেলা শুরু করেছে। শাসকদল যদি মনে করে যা খুশি করবে ভুল ভাবছে। বিজেপিও তাহলে থেমে থাকবে না। সময়মতোই জবাব দেওয়া হবে। একইসঙ্গে রমাদিকে বলব উনি নিজেই নিজের পায়ে কুড়ুল মারলেন। ওনার রাজনৈতিক ভবিষ্যৎ একেবারেই খারাপ।”