AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ghatal: ‘হওয়ার কথা ছিল পার্ক, হয়ে গেল ব্যবসার জায়গা’, ঘাটালে উত্তেজনা

Ghatal: পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের মনশুকা ১ গ্রাম পঞ্চায়েতের জলট্যাঙ্ক সংলগ্ন একটি সরকারি প্রোজেক্ট।

Ghatal: 'হওয়ার কথা ছিল পার্ক, হয়ে গেল ব্যবসার জায়গা', ঘাটালে উত্তেজনা
(নিজস্ব চিত্র)
| Edited By: | Updated on: Jan 14, 2023 | 1:10 PM
Share

ঘাটাল: গ্রাম পঞ্চায়েতের জায়গা। সেই জায়গায় মাটি সংরক্ষিত রাখা ছিল বৃক্ষ-রোপণের জন্য। তবে অভিযোগ, সেখানেই রমরমিয়ে চলছে ইমারতী দ্রব্যের ব্যবসা। দীর্ঘদিন ধরেই মুখ থুবড়ে পড়ে রয়েছে বেশ কয়েক লক্ষ টাকার প্রোজেক্ট। অভিযোগ, সেই জায়গা এখন স্থানীয় ব্যবসায়ীদের দখলে। সরকারি জায়গায় প্রাচীরের মধ্যে ইট, বালি, স্টোন চিপস রেখে দিব্য চলছে ব্যবসা। সব দেখেও নিরব গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে স্থানীয় নেতৃত্বরা।

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের মনশুকা ১ গ্রাম পঞ্চায়েতের জলট্যাঙ্ক সংলগ্ন একটি সরকারি প্রোজেক্ট। দীর্ঘ দু’বছর আগে এই প্রোজেক্ট হওয়ার কথা ছিল। এলাকার মানুষের অভিযোগ, হওয়ার কথা ছিল পার্ক ও ট্রী প্ল্যানটেশন প্রজেক্ট, হয়ে গেল ব্যবসার জায়গা। প্রশ্ন হল কেন দীর্ঘদিন অসম্পূর্ণ থেকে গেল গ্রাম পঞ্চায়েতের এই প্রজেক্ট? কাদের মদতে এই জায়গা বালি খাদানে পরিণত হল? জানা গিয়েছে, গাড়ির ধাক্কায় প্রাচীরের একটি দেয়ালও নড়বড়ে হয়ে গিয়েছে।

এই নিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান রাত্রি পণ্ডিত সাতিক বলেন, “ওই জায়গায় বালি-স্টোনচিপসের ব্যবসা করার কাউকে অনুমতি দেওয়া হয়নি। যারা রাখে তাদের একবার বারণ করা হয়েছিল। আবার নোটিশ লাগিয়ে দেওয়া হবে।” প্রজেক্টের কাজ বন্ধ প্রসঙ্গে প্রধান বলেন, “NREGA স্কিমের টাকা বন্ধ হওয়ার কারণেই ওই প্রজেক্টের কাজ সম্পূর্ণ করা যায় নি।”

ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি বলেন, ঠওই জায়গাটিতে বর্তমানে সয়েল ম্যানেজমেন্ট এর একটি ভাল প্রজেক্টৈর কাজ চলছে। ওখানে যে ব্যবসায়ীরা ইমারতী দ্রব্য রেখে ব্যবসা করছেন গ্রাম পঞ্চায়েতের প্রধানের পক্ষ থেকে একটি নোটিশ দিয়ে খুব শীঘ্রই তা বন্ধ করা হবে।”

এই নিয়ে সরব হয়েছেন বিজেপি, ঘাটালের বিজেপি বিধায়ক শিতল কপাট । তাঁর যদিও দাবি, নেতাদের মদতেই সরকারি প্রজেক্টের চার দেওয়ালের মধ্যে রমরমিয়ে চলছে । তৃণমূলের মদতপুষ্টরাই ওই জায়গা দখল করে ব্যবসা চালাচ্ছে। এ বিষয়ে ব্যবসায়ীদের তরফ থেকে এখনো কোনও প্রতিক্রিয়া মেলেনি।