AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘যার যেমন বোঝার শক্তি…,’ সৌমিত্রের ‘অর্ধেক বোঝেন’ কটাক্ষের জবাব দিলীপের

Dilip Ghosh Attacks Soumitra Khan: "আমাদের দলে অনেক নতুন নতুন লোক এসেছেন, তাঁরা পার্টি বোঝেন না, আদর্শ বোঝেন না, ডিসিপ্লিনও বোঝেন না। সেটা বোঝার পর কথা বলা উচিৎ।''

'যার যেমন বোঝার শক্তি...,' সৌমিত্রের 'অর্ধেক বোঝেন' কটাক্ষের জবাব দিলীপের
অলংকরণ: অভীক দেবনাথ
| Edited By: | Updated on: Jul 07, 2021 | 8:49 PM
Share

পশ্চিম মেদিনীপুর: দিলীপ ঘোষ (Dilip Ghosh) ও সৌমিত্র খাঁয়ের (Soumitra Khan) সম্পর্ক যে মধুর নয় তা নিয়ে ঢাক ঢাক গুড় গুড় শোনা যেত। তবে মোদীর মন্ত্রিসভার রদবদলের দিনই বঙ্গ বিজেপিতে যে তোলপাড় শুরু হয়েছে, তার মধ্যেই এবার প্রকাশ্যে দিলীপ-সৌমিত্রের সম্পর্কের সমীকরণ। এটিন শুরুটা করেছিলেন সৌমিত্র, শেষে তাঁকে উদ্দেশ্য করে তীব্র শ্লেষাত্মক মন্তব্য করলেন দিলীপ।

বুধবার ফেসবুক লাইভে এসে কার্যত বোমা ফাটান বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। বঙ্গ বিজেপি নেতৃত্বকে নিয়ে না-খুশ সাংসদ বলেন, “আমাদের মাননীয় সভাপতিকে বললেও তিনি অর্ধেকটা বোঝেন, অর্ধেকটা বোঝেন না। বাংলায় বিজেপি যেভাবে চলছে, তাতে ভাল কিছু হবে না।” এদিন শুভেন্দুকে নিশানা করেও সৌমিত্র মন্তব্য করেছিলেন। তবে শুভেন্দু সামান্য হেসে ‘ছোট ভাই’র কথাকে সিরিয়াসলি নেননি। কিন্তু এবার পাশ কাটালেন না দিলীপ। বরং পাল্টা আক্রমণ শানালেন সৌমিত্রকে। ঠিক কী বলেছেন তিনি?

বুধবার খড়গপুর থেকে সৌমিত্রের আক্রমণ প্রসঙ্গে দিলীপের প্রত্যুত্তর, “যার যেমন বোঝার শক্তি সে তেমন বুঝবে। কে কী বোঝে তার অধিকার তো তাঁকে (পড়ুন সৌমিত্র) দেওয়া হয়নি।” এখানেই না থেমে বিজেপির রাজ্য সভাপতি যোগ করেন, “হয়ত মন্ত্রীর লাইনে ছিলেন, পাননি বলে হতাশা। কষ্ট পাওয়া স্বাভাবিক। তবে সেটা বলার দলে জায়গা আছে।” তারপর আরও এক ধাপ এগিয়ে তৃণমূলত্যাগী বিজেপি সাংসদের উদ্দেশে তাঁর মন্তব্য, “আমাদের দলে অনেক নতুন নতুন লোক এসেছেন, তাঁরা পার্টি বোঝেন না, আদর্শ বোঝেন না, ডিসিপ্লিনও বোঝেন না। সেটা বোঝার পর কথা বলা উচিৎ।”

আরও পড়ুন: ‘অর্ধেকটা বোঝেন, অর্ধেকটা বোঝেন না,’ দিলীপকে নিশানা ক্ষুদ্ধ সৌমিত্রর

রাজনৈতিক মহলের একাংশের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্প্রসারিত মন্ত্রিসভায় জায়গা না পেয়ে চরম পদক্ষেপ করে থাকতে পারেন সৌমিত্র। একই মতামত ব্যক্ত করলেন স্বয়ং দলের রাজ্য সভাপতিও। তিনি বলেন, “পার্টিটা ক্ষমতায় যাওয়ার কোন লঞ্চিং প্যাড নয়। হাজার হাজার কর্মী, বহু সাংসদ, বিধায়ক আছেন, তাঁরা কিন্তু স্বপ্ন দেখেন না। আর যদি প্রাপ্তি কম ঘটে, ডিসিপ্লিন ভেঙে কথা বলেন না। এতে নেতাদের ওজন কমে। তাঁর প্রতি লোকের ধারণা খারাপ হয়। পার্টিতে সব ব্যবস্থা আছে।”