Dilip Ghosh: ‘ভোট লুঠ হয়েছে আগেই বলেছিলাম, ফলাফলে তারই প্রমাণ হল’
Dilip Ghosh in Paschim Medinipur: কর্পোরেশন নির্বাচনে সন্ত্রাসের প্রতিবাদে এবং আগামী পুরসভা নির্বাচনে শান্তির দাবিতে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের দফতরের সামনে অবস্থান বিক্ষোভ করে বিজেপি।
পশ্চিম মেদিনীপুর: ১২ ফেব্রুয়ারি বিধাননগর, চন্দননগর, আসানসোল এবং শিলিগুড়ি চার পুরসভার নির্বাচন হয়েছে। সোমবার সেই পুরসভার ফলাফল ঘোষণা চলছে। বিরোধীদের টপকে এগিয়ে রয়েছে শাসকদল তৃণমূল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ির মেয়র হিসেবে গৌতম দেবের নাম ঘোষণাও করে দিয়েছেন। অধিকাংশ জায়গাতেই শাসক দলের কর্মীরা উচ্ছ্বাসে মেতেছেন। কিন্তু তৃণমূলের এই জয়কে বিঁধলেন বিজেপি সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বলেন, ‘ভোট লুঠ হয়েছে আগেই বলেছিলাম, ফলাফলে তারই প্রমাণ হলো।’
নির্বাচনের দিন একের পর এক সন্ত্রাসের খবর উঠে আসছিল। কোথাও বিরোধীদের মারধরের খবর মিলেছিল, কোথাও চলছিল দেদার ছাপ্পা। কোথাও আবার বুথ জ্যাম। যদিও নির্বাচন কমিশনের দাবি ছিল হিংসা হয়নি। এইসবের পর চার পুরসভার ফলাফল বের হয় আজ। সেই ফলাফলে দেখা যায় চারটি পুরসভাতেই এগিয়ে তৃণমূল। বিরোধীরা প্রায় জায়গা পায়নি।
কী বললেন দিলীপ ঘোষ? ‘আমরা আগেই বলে দিয়েছিলাম ভোট হয়নি। ভোট লুঠ হয়েছে। আর ফলাফল সেটাই। বিরোধী শূন্য করার জন্য গুণ্ডা পুলিশকে লাগিয়ে মনোনয়ন আটকানো হয়েছে। নির্বাচন পর্যন্ত সব জায়গায় বাধা দেওয়ার চেষ্টা হয়েছে, বিরোধীদের শূন্য করার জন্য। ভোট ঠিক মতো হয়নি, তাই বাতিল করার কথা বলেছিলাম। রেজাল্টে সেটাই প্রমাণ হল। আদালতে গিয়েছি বলেছি। আদালতই সিদ্ধান্ত নেবে।’
কর্পোরেশন নির্বাচনে সন্ত্রাসের প্রতিবাদে এবং আগামী পুরসভা নির্বাচনে শান্তির দাবিতে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের দফতরের সামনে অবস্থান বিক্ষোভ করে বিজেপি। সেই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপি রাজ্য প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ, জেলা সভাপতি তাপস মিশ্র, রাজ্যের সহ সভাপতি সমিত দাস। তিরিশ মিনিটের অবস্থান বিক্ষোভ সেরে খড়গপুর শহরে নির্বাচনী প্রচারে যান দিলীপ।
উল্লেখ্য, এদিন সকালে দিলীপ চা চক্রে যোগ দিতে গিয়ে বলেন, ভোট অনেক দিন আগেই হওয়া উচিৎ ছিল। তৃণমূলের মনে হয়েছে এখন ভয় দেখিয়ে জিতে নেবে, তাই এখন ভোট হচ্ছে। পুরভোটের আগে খড়গপুরেও সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। দিলীপ ঘোষ বলেন, থানায় ডাকছে, পাড়াছাড়া করছে। কিন্তু বিজেপি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করবে বলেই জানিয়েছেন তিনি।