Police Transfer: ষষ্ঠ দফার ভোটের আগে আরও এক জেলার পুলিশকর্তাকে সরাল কমিশন!

Lok Sabha Election: আগামিকাল বেলা ১১টার মধ্যে পশ্চিম মেদিনীপুরের নতুন পুলিশ সুপার হিসেবে তিন জন অফিসারের প্রস্তাবিত নামের তালিকা কমিশনের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, আইপিএস ধৃতিমান সরকারকে নির্বাচন সংক্রান্ত কোনও দায়িত্বে বদলি করা যাবে না।

Police Transfer: ষষ্ঠ দফার ভোটের আগে আরও এক জেলার পুলিশকর্তাকে সরাল কমিশন!
নির্বাচন সদন (ফাইল ছবি)Image Credit source: ANI
Follow Us:
| Edited By: | Updated on: May 20, 2024 | 9:28 PM

মেদিনীপুর: লোকসভা ভোটের মাঝেই ফের এক পুলিশকর্তাকে বদলির নির্দেশ নির্বাচন কমিশনের। এবার সরানো হল পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপুার আইপিএস ধৃতিমান সরকারকে। সোমবারই দিল্লির নির্বাচন সদন থেকে রাজ্যের মুখ্যসচিবকে এই মর্মে চিঠি পাঠানো হয়েছে। আগামিকাল বেলা ১১টার মধ্যে পশ্চিম মেদিনীপুরের নতুন পুলিশ সুপার হিসেবে তিন জন অফিসারের প্রস্তাবিত নামের তালিকা কমিশনের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, আইপিএস ধৃতিমান সরকারকে নির্বাচন সংক্রান্ত কোনও দায়িত্বে বদলি করা যাবে না।

উল্লেখ্য, লোকসভা নির্বাচন চলাকালীন নির্বাচন কমিশনের হাতে বিশেষ কিছু ক্ষমতা থাকে অফিসারদের বদলি সংক্রান্ত। প্রয়োজন অনুযায়ী অফিসারদের অন্যত্র বদলির নির্দেশ দিতে পারে কমিশন। এবারের লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশন বাংলায় এমন একাধিক পদক্ষেপ করেছে। রাজ্য পুলিশের ডিজি থেকে শুরু করে একাধিক পুলিশ কর্তা, জেলাশাসক বদলি করেছে কমিশন। গতকালই পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে বদলির নির্দেশ দিয়েছিল কমিশন। তারপর আজ ফের এক পুলিশকর্তার বদলি। পাশাপাশি কাঁথির এসডিপিও-র পদ থেকে দিবাকর দাসকেও সরানোর নির্দেশ দিয়েছিল কমিশন।

সোমবার পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার বদলির নির্দেশের পাশাপাশি পুরুলিয়ার নতুন পুলিশ সুপার ও কাঁথির নতুন এসডিপিও-র নামও ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পুরুলিয়ার পুলিশ সুপার হিসেবে দায়িত্বে আনা হয়েছে আইপিএস আশিস মৌর্য্যকে। অন্যদিকে কাঁথির এসডিপিও হিসেবে দায়িত্বে আনা হয়েছে আজহারউদ্দিন খানকে।