Ghatal: দু’মাসের মেয়েকে নদীতে ফেলে দিল বাবা, ক্যামেরার সামনে দোষ কবুল
Ghatal: খোকনের এই মেয়েটি ছাড়াও আর দুই মেয়ে রয়েছে। এটি ছিল তাঁর তৃতীয় সন্তান। কিন্তু, তার যে এই নির্মম পরিণতি হতে পারে তা ভেবেই শিউরে উঠছেন গ্রামের বাসিন্দারা। খোকনের কঠোর শাস্তির দাবিও উঠেছে।
![Ghatal: দু’মাসের মেয়েকে নদীতে ফেলে দিল বাবা, ক্যামেরার সামনে দোষ কবুল Ghatal: দু’মাসের মেয়েকে নদীতে ফেলে দিল বাবা, ক্যামেরার সামনে দোষ কবুল](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/01/Ghatal-Murder-Case.jpg?w=1280)
ঘাটাল: দুই মাসের কন্যা সন্তানকে ঘাটালের ঝুমি নদীতে ফেলে দিল বাবা। ক্যামেরার সামনে দোষ কবুল অভিযুক্তের। খবর পেতেই পেতেই যুবককে গ্রেফতার পুলিশের। আটক করা হয়েছে তাঁর স্ত্রীকেও। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ঘাটাল থানার অন্তর্গত মনসুকা দুই গ্রাম পঞ্চায়েতে রামচক গ্রামে। সূত্রের খবর, মঙ্গলবার এই ঘটনা ঘটিয়েছে রামচক গ্রামের খোকন হাজরা। যদিও সে কথা কাকপক্ষীতেও টের পায়নি। এদিকে এরইমধ্যে এদিন খোকন হাজরার বাড়ীতে ওই শিশু কে টিকাকরণের জন্য যান আইসিডিএসের কর্মীরা। কিন্তু, বাচ্চার দেখা না মেলায় শুরু হয় খোঁজখবর। তখনই সামনে আসে আসল ঘটনা।
সূত্রের খবর, খোকনের এই মেয়েটি ছাড়াও আর দুই মেয়ে রয়েছে। এটি ছিল তাঁর তৃতীয় সন্তান। কিন্তু, তার যে এই নির্মম পরিণতি হতে পারে তা ভেবেই শিউরে উঠছেন গ্রামের বাসিন্দারা। খোকনের কঠোর শাস্তির দাবিও উঠেছে। ঘটনা জানাজানি হতেই নিন্দার ঝড় উঠেছে এলাকায়। এদিকে আইসিডিএস কর্মীরাই খবর দেন গ্রাম পঞ্চাতের প্রধানকে। খবর যায় পুলিশে। আসে ভিলেজ পুলিশ। খবর পাওয়ার পরেই এলাকায় আসেন ঘাটাল থানার ওসি শঙ্খ চট্টোপাধ্যায়। যে জায়গা থেকে শিশুটিকে ফেলা হয়েছে সেখানে নিয়ে গিয়ে খোঁজও শুরু হয়। কিন্তু, সন্ধ্যা নামাতে বন্ধ থাকে কাজ। শুক্রবার সকালেও নদীতে জাল নামিয়ে তল্লাশি চলবে বলে খবর।
এদিকে ঘটনার কথা ক্যামেরায় অকপটে স্বীকারও করেছেন খোকন। বলেন, ও দুধ খেতে পারত না। গিলতে পারত না। তিন-চারদিন আগে ফেলে দিয়েছিলাম নদীতে। এ ঘটনায় কী তাঁর স্ত্রীর হাত রয়েছে? প্রশ্ন শুনেই প্রথমে মুখে কুলুপ এঁটে থাকলেও শেষে বলেন, “আমি একাই ফেলেছি।”