Ghatal Flood Situation: ঘাটালে ত্রাণ নিয়ে হাজির দেব, নৌকো চড়ে ঘুরলেন গ্রাম
DEV: সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেব জানান, "বছরের পর বছর বন্যার সময় ঘাটালের মানুষ খুবই কষ্টে থাকে।এখনও জলে ডুবে রয়েছে বাড়ি ঘর। সেখানে বাচ্চা সহ মানুষ রয়েছেন। তাদের কাছে যাতে দ্রুত খাবার সহ অন্যান্য প্রয়োজনীয় ত্রাণের সামগ্রী পাঠানো যায় সেই চেষ্টা চলছে।"
ঘাটাল: হাত বাড়িয়ে নিচ্ছিলেন ত্রাণ। খাবারের জন্য হাহাকার। এমনই ছবি ধরা পড়েছিল ঘাটালে। এরপর রবিবার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করলেন ঘাটালের সাংসদ দেব। তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী জাভেদ খানও। পাশাপাশি বন্যা পীড়িতদের হাতে শুকনো খাবার, জল, ত্রিপল সহ ত্রাণ সামগ্রী তুলেন তাঁরা। আজ সকাল-সকাল বেরিয়ে পড়েন দেব। নৌকা চড়ে ত্রাণ তুলে দেন বন্যা দুর্গতদের হাতে। এ দিকে দেবকে আসতে দেখেই ভিড় উপচে পড়ে এলাকায়। ত্রাণের জন্য শুরু হয় হইচই। তৃণমূল সাংসদ ও জাভেদ খান দুজন মিলেই খাবার তুলে দেন গ্রামবাসীদের হাতে।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেব জানান, “বছরের পর বছর বন্যার সময় ঘাটালের মানুষ খুবই কষ্টে থাকে।এখনও জলে ডুবে রয়েছে বাড়ি ঘর। সেখানে বাচ্চা সহ মানুষ রয়েছেন। তাদের কাছে যাতে দ্রুত খাবার সহ অন্যান্য প্রয়োজনীয় ত্রাণের সামগ্রী পাঠানো যায় সেই চেষ্টা চলছে।” এর পাশাপাশি কেন্দ্রকে পাঠানো নিয়ে “দিদির সঙ্গে কথা হয়েছে। এনিয়ে দিদি নিজেই একটা চিঠি পাঠিয়েছেন। এটাই আমাদের কাছে সবথেকে বড়।” পাশাপাশি দেব এও বলেন, “আমার মনে হয় এখন কেন্দ্র-রাজ্য ঝামেলা করে লাভ নেই। এখন যেটা দরকার মানুষকে কিভাবে আমরা বাঁচাতে পারি। মানুষ যে কষ্ঠ যন্ত্রণার মধ্য আছে তা থেকে কতোটা বের করতে পারি সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।”
দেবের সাথে আজ ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন রাজ্য সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জাভেদ খান। তিনি বলেন,” যতোটা বোটের দরকার আমরা ব্যবস্থা করেছি। এখানে দেব আর আমি এসেছি আমার আরও আধিকারিকরা সব আসছেন। যা প্রয়োজনীয়তা আছে মানুষের সেটা পুরণের চেষ্টা করা হবে।”