AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ghatal: স্যালাইন হাতে হাসপাতালের বাইরে লাইন দিয়ে বসে রোগীরা, কারণ…

Ghatal, Hospital: সেখানে বিকাল হলেই স্যালাইন হাতে রোগীরা বেরিয়ে পড়েছেন স্বাস্থ্য কেন্দ্রের বাইরে। রোগী থেকে রোগীর পরিজন সকলেরই দাবি প্রচণ্ড তাপপ্রবাহের কারণে হাসপাতালের ভিতরে থাকা যাচ্ছে না।

Ghatal: স্যালাইন হাতে হাসপাতালের বাইরে লাইন দিয়ে বসে রোগীরা, কারণ...
হাসপাতালের বাইরে লাইন দিয়ে রোগীরা (নিজস্ব চিত্র)
| Edited By: | Updated on: Apr 20, 2023 | 7:31 AM
Share

ঘাটাল: হাসপাতাল (Hospital) চত্বরের বাইরে বসে রোগীরা। কারোর হাতে আবার স্যালাইনের বোতল। কেউ-কেউ আবার সেই অবস্থাতেই হেঁটে চলেছেন। সমস্যা একটাই তীব্র গরম। রোগীদের দাবি প্রচণ্ড তাপপ্রবাহের জেরে হাসপাতালের ভিতরে টেকা দায় হয়ে উঠেছে। এক প্রকার বাধ্য হয়েই বাইরে বেরিয়ে আসতে হচ্ছে তাঁদের। আর এই খবর উঠে এসেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল (Ghatal) ব্লকের বীরসিংহ বিদ্যাসাগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে।

সেখানে বিকাল হলেই স্যালাইন হাতে রোগীরা বেরিয়ে পড়েছেন স্বাস্থ্য কেন্দ্রের বাইরে। রোগী থেকে রোগীর পরিজন সকলেরই দাবি প্রচণ্ড তাপপ্রবাহের কারণে হাসপাতালের ভিতরে থাকা যাচ্ছে না। ভিতরে থাকলে আরও অসুস্থ হয়ে পড়ছেন তাঁরা। এরকমই অভিযোগ তাঁদের। তাই তাঁরা বাধ্য হয়ে হাসপাতালের বাইরে বেরিয়ে আসছেন একটু স্বস্তির জন্য।

অনেক রোগীর দাবি বিকাল থেকে রাত ১২ পর্যন্ত এইভাবেই বাইরে বসে দিন কাটাচ্ছেন তাঁরা। যদিও রোগীর পরিজনরা বলেন যে,এই বিষয়ে চিকিৎসক ও কর্তব্যরত নার্সদেরকে জানালেও কোনও সুরাহা হয়নি। বিষয়টি স্বীকারও করে নিয়েছেন ওই স্বাস্থ্য কেন্দ্রের এক চিকিৎসক সপ্তর্ষি পাল। তিনি বলেন, “তাপপ্রবাহ দিন দিন বাড়ছে,স্বাস্থ্য কেন্দ্রের উপরে কোনও সেড না থাকার কারণে জ্বর বা অন্য কোনও রোগ নিয়ে কেউ ভর্তি হলে আরও অসুস্থ হয়ে পড়েছেন। এই তাপপ্রবাহের কারণে শুধু রোগীরা নয়। সমস্ত নার্স এবং চিকিৎসকদেরও অসুবিধা হচ্ছে।” চিকিৎসক আরও বলেন, “এই বিষয়ে প্রশাসনিক দফতরে জানিয়েও কোনও লাভ হয়নি। যদি একটা সেডের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে রোগীদের এইভাবে বাইরে বেরতে হবে না। আমাদের সকল স্টাফেদের ডিউটি করতে সুবিধা হবে।”