Agnimitra Paul: পুলিশ গাড়ি আটকাতেই অগ্নিশর্মা অগ্নিমিত্রা, তুমুল ঝামেলা নারায়ণগড়ে

Debabrata Sarkar | Edited By: সায়নী জোয়ারদার

May 04, 2024 | 11:08 PM

Agnimitra Paul: শনিবার নারায়ণগড় বিধানসভার বেশ কয়েকটি এলাকায় প্রচার করেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বিকালে খাকুড়দা থেকে কুশবাসনে প্রচার করতে যান তিনি। তবে পথে পাটনা মোড়ের কাছে তাঁর গাড়ি আটকায় পুলিশ।

Agnimitra Paul: পুলিশ গাড়ি আটকাতেই অগ্নিশর্মা অগ্নিমিত্রা, তুমুল ঝামেলা নারায়ণগড়ে
অগ্নিমিত্রা পাল।
Image Credit source: TV9 Bangla

Follow Us

মেদিনীপুর: বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের প্রচারে পুলিশি বাধাদানের অভিযোগ উঠল। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করেই কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় নারায়ণগড়ের কুশবাসনের পথে। অনুমতি না থাকায় বিজেপি প্রার্থীর গাড়ি আটকানো হয় বলে পুলিশের দাবি। যদিও অগ্নিমিত্রার বক্তব্য, তৃণমূলকে সুবিধা দিতে পুলিশ তাঁদের আটকেছে।

শনিবার নারায়ণগড় বিধানসভার বেশ কয়েকটি এলাকায় প্রচার করেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বিকালে খাকুড়দা থেকে কুশবাসনে প্রচার করতে যান তিনি। তবে পথে পাটনা মোড়ের কাছে তাঁর গাড়ি আটকায় পুলিশ। পুলিশ আটকাতেই বিজেপি কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। তুমুল কথাকাটাকাটি শুরু হয়।

পুলিশের বক্তব্য, কুশবাসনে প্রচারের অনুমতি বিজেপি প্রার্থীর ছিল। তবে পাটনা মোড়ে প্রচার করার অনুমতি ছিল না। তাই গাড়ি আটকানো হয়। এদিকে কুশবাসন অঞ্চলে অনুমতি নিয়ে তৃণমূলের প্রচার চলছিল সেখানে।

যদিও অগ্নিমিত্রার বক্তব্য, “পুলিশ আর প্রশাসন দিয়ে অগ্নিমিত্রা পালকে আটকানো যাবে। বিজেপিকে আটকানো যাবে না। আমাদেক কুশবাসনে মিছিল করার অনুমতি আছে। আর যেখানে আমাকে আটকানো হয়েছে সেখান থেকে কুশবাসনে আসার একটাই রাস্তা। ২০টা তৃণমূলের লোক রাস্তায় মিটিং করছে বলে অগ্নিমিত্রা পালের গাড়ি আসবে না এটা তো হতে পারে না। পুলিশ পুলিশের মতো চেষ্টা করেছে, আমি এসে কিন্তু পৌঁছেছি।”

Next Article