Mahakumbh: ‘স্নান করতে যাচ্ছি, রাস্তায় দেখি কম্বল ঢাকা কিছু পড়ে আছে,পরে যা জানলাম…’, মহাকুম্ভে গিয়ে হাড়হিম ঘটনার কথা বললেন TMC নেতা
Mahakumbh: এরপর তাঁর সংযোজন, "হাইওয়েতে উঠব দেখলাম কয়েক কোটি মানুষ জড়ো হয়েছে। সেখানেও ভয়ঙ্কর অভিজ্ঞতা। পরবর্তী পাঁচ ঘণ্টা ত্রাসের সঙ্গে কাটিয়েছি। লক্ষ্য করেছি অনেক মানুষ স্নান করতে পারেনি। তাঁরা ব্যস্ত শুধু মাত্র বাড়ি ফেরার জন্য। আমার স্ত্রী পড়ে যান। এক মহিলা উদ্ধার করতে যান। পরে দেখা গেল গলায় পরে থাকা সোনার চেন খোয়া গিয়েছে।"

ঘাটাল: ভেবেছিলেন পুণ্য অর্জন করতে মহাকুম্ভে যাবেন। সেই মতো গিয়েও ছিলেন। কিন্তু সেখানে গিয়ে এমন ভয়াবহ অবস্থার সাক্ষী হবেন ভাবতেও পারেনি ঘাটালের তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মাঝি। তিনি জানালেন, মহাকুম্ভে গিয়েও স্নান করতে পারেননি সঙ্গমে। শেষে গঙ্গায় স্নান করে বাড়ি ফিরলেন তিনি। বারবার বললেন, “প্রাণ হাতে নিয়ে যে ফিরে আসতে পেরেছি ভগবানকে ধন্যবাদ দেব…।”
টিভি ৯ বাংলাকে দিলীপবাবু বললেন, “মহাকুম্ভে গিয়েছিলাম অভিজ্ঞতা অর্জনের জন্য। আমি মৃত্যু যন্ত্রণা থেকে ফিরে এলাম। এত মানুষ…এত মানুষ। সাধারণ মানুষের জন্য নিরাপত্তা নেই। দু’চারটে পুলিশ হাত জোর করে বলছে শান্ত হন। সাধুদের জন্য নিরাপত্তা আছে খালি।” এরপরই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বললেন, “আমি মহাকুম্ভে যাই স্নানের জন্য। পাশে দেখি কম্বল ঢাকা কিছু পড়ে আছে। পরে বুঝলাম কম্বল ঢাকা অবস্থায় মৃতদেহ পড়ে আছে। আমি চোখের সামনে দশ এগারোটা বডি দেখেছি। আমি আর ওই জায়গায় স্নান করিনি। পরে আমি গঙ্গায় স্নান করি।”
এরপর তাঁর সংযোজন, “এরপর তাঁর সংযোজন, “হাইওয়েতে উঠব দেখলাম কয়েক কোটি মানুষ জড়ো হয়েছে। সেখানেও ভয়ঙ্কর অভিজ্ঞতা। পরবর্তী পাঁচ ঘণ্টা ত্রাসের সঙ্গে কাটিয়েছি। লক্ষ্য করেছি অনেক মানুষ স্নান করতে পারেনি। তাঁরা ব্যস্ত শুধু মাত্র বাড়ি ফেরার জন্য। আমার স্ত্রী পড়ে যান। এক মহিলা উদ্ধার করতে যান। পরে দেখা গেল গলায় পরে থাকা সোনার চেন খোয়া গিয়েছে।”





