AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee On Sacked Staff: ‘প্রয়োজনে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব’, চাকরিহারা শিক্ষাকর্মীদের বেতন প্রসঙ্গে কী বললেন মমতা?

Mamata Banerjee On Sacked Staff: মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "সুপ্রিম কোর্ট আপনাদের চাকরি বাতিল করেছিল, টাকা বন্ধ করে দিয়েছিল, আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম, তাতে তো আমরা বলেছিলাম, আপনারা মাইনে পাবেন। সিস্টেম অনুযায়ী বেতন চলে যাবে। কারোর প্ররোচনা দেওয়ার দরকার নেই।"

Mamata Banerjee On Sacked Staff: 'প্রয়োজনে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব', চাকরিহারা শিক্ষাকর্মীদের বেতন প্রসঙ্গে কী বললেন মমতা?
চাকরিহারা শিক্ষাকর্মীদের কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 22, 2025 | 3:28 PM
Share

গোয়ালতোড়: যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করার দাবিতে সোমবার সন্ধ্যা থেকে এসএসসি দফতরের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছেন চাকরিহারারা। মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী চাকরিহারাদের কর্মস্থলে ফেরার আর্জি জানান। বলেন, “কেন গরমে বসে আছেন? আপনারা স্কুলে যান। নিশ্চিন্তে ক্লাস করুন।” সঙ্গে এও আশ্বাস দিলেন চাকরিহারারা বেতন পাবেন। চাকরিহারা গ্রুপ সি-গ্রুপ ডি কর্মীদের বেতনের ব্যাপারেও ভাবা হচ্ছে বলে জানান তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সুপ্রিম কোর্ট আপনাদের চাকরি বাতিল করেছিল, টাকা বন্ধ করে দিয়েছিল, আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম, তাতে তো আমরা বলেছিলাম, আপনারা মাইনে পাবেন। সিস্টেম অনুযায়ী বেতন চলে যাবে। কারোর প্ররোচনা দেওয়ার দরকার নেই।” প্রয়োজনে আবারও রিভিউ পিটিশন করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বলেও জানিয়েছেন তিনি। মমতা বলেন, “গ্রুপ সি-ডি যেটা বাতিল হয়েছে, আমাদের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে দিন। দরকার হলে আবার রিভিউয়ে যাব।”

এই সূত্রের বিরোধীদের নিশানা করেছেন মমতা। তিনি বলেন, “যারা চাকরি খেয়েছে, তাদের ওপর ভরসা করবেন না। যারা চাকরি দিয়েছে, যারা আগামী দিনে চাকরি দিতে পারে, তাদের ভরসা করুন। আইন মেনে চলতে হয়। আইন পথ খুলে দেয়।” উল্লেখ্য, সোমবার থেকে ডিরোজিও ভবনের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারা গ্রুপ সি-গ্রুপ ডি কর্মীরাও। নাছোড় আন্দোলনে প্রচণ্ড গরমে অসুস্থও হয়ে পড়ছেন অনেকে। এই পরিস্থিতিতে মমতা রাজ্য সরকারের ওপর আস্থা রাখারই বার্তা দিলেন আন্দোলনকারীদের।