Panchanan Barma Birthday: পঞ্চানন বর্মার জন্মদিনে রাজ্য সরকারি ছুটি, তবুও স্কুল খোলা রাখলেন প্রধান শিক্ষক, বিতর্ক

Panchanan Barma Birthday: স্কুলের প্রধান শিক্ষকের শক্তিপদ পালের দাবি, "সরকারি ছুটি বাদে লোকাল অনুষ্ঠানের জন্য অনেক সময় ছুটি দিতে হয় স্কুল। তাই সেই বিষয়গুলিকে মাথায় রেখেই আজকে স্কুল খোলা রয়েছে।"

Panchanan Barma Birthday: পঞ্চানন বর্মার জন্মদিনে রাজ্য সরকারি ছুটি, তবুও স্কুল খোলা রাখলেন প্রধান শিক্ষক, বিতর্ক
সরকারি ছুটির দিনে খোলা ক্ষীরপাই স্কুল
Follow Us:
| Edited By: | Updated on: Feb 14, 2023 | 1:38 PM

পশ্চিম মেদিনীপুর: রাজ্যের সমস্ত স্কুল-কলেজ থেকে শুরু করে অফিস ছুটি থাকলেও, ব্যতিক্রম ক্ষীরপাই হাই স্কুল। সরকারি ছুটি নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করেই খোলা রইল স্কুল। স্কুলে চলছে পড়াশোনা,ঘটনায় শোরগোল। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরা এলাকার ক্ষীরপাই হাইস্কুলে। মঙ্গলবার রাজ্য জুড়ে ছুটি। এদিন পণ্ডিত পঞ্চানন ভার্মার জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে রাজ্যজুড়ে সরকারিভাবে ছুটি ঘোষণা থাকলেও ব্যতিক্রম ক্ষীরপাই হাইস্কুল। অন্যান্য দিনের মতো এদিন রইল স্কুল খোলা। সমস্ত শিক্ষক থেকে ছাত্রছাত্রীরা এলেন স্কুলে। স্কুলে চলছে পড়াশোনা। যদিও স্কুলের প্রধান শিক্ষকের শক্তিপদ পালের দাবি, “সরকারি ছুটি বাদে লোকাল অনুষ্ঠানের জন্য অনেক সময় ছুটি দিতে হয় স্কুল। তাই সেই বিষয়গুলিকে মাথায় রেখেই আজকে স্কুল খোলা রয়েছে।”

আর এই ধরনের স্কুল খুলে থাকার ঘটনায় এলাকায় পড়ে গিয়েছে শোরগোল। এ বিষয়ে চন্দ্রকোণা ১ নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী বলেন, “আজ স্কুল খোলা থাকার কথা নয়, আমরা বিষয়টি দ্রুত গুরুত্ব সহকারে দেখছি।” এদিকে আবার স্কুলে কেন ছুটি নয়, তা নিয়ে অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ।

স্কুলের ছাত্রী বলছেন, “স্যররা বললেন স্কুল হবে। প্রজেক্ট জমা নেওয়া হবে। তাই এসেছি।” ক্ষীরপাই স্কুলের টিচার ইন চার্জ শক্তিপদ পাল বলেন, “আমাদের উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক স্কুলগুলো ম্যানেজিং কমিটির নির্ধারিত। আজ সরকারি ছুটি। কিন্তু কিছু কিছু লোকাল ফেস্টিভ্যালে আমাদের এখানে স্কুল ছুটি দিতে হয়। যেমন সন্তোষী মায়ের মেলা, শিবরাত্রির পুজো, এগুলোতে ছুটি আমাদের আলাদা করে দিতে হয়। এদিকে আবার  সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত ছুটি ৬৫। এইভাবে আমরা ছুটি ম্যানেজ করি। আমাদের স্কুলে এখন প্রজেক্ট জমা নেওয়া হচ্ছে।”

বিডিও রথীন্দ্রনাথ অধিকারী বলেন,  “আজ রাজ্য সরকারের ছুটি। স্কুল খুলে রাখার কথা নয়। কেন খোলা রয়েছে, সেটা দেখে নিচ্ছি। আমি খোঁজ নিচ্ছি। “