Paschim Medinipur: দালাল চক্রের ফাঁদে পা দেবেন না, আদালত চত্বরে পড়ল পোস্টার
Paschim Medinipur: আদালতে মোকদ্দমা করতে আসা সাধারণ মানুষকে দালাল চক্রের পাল্লায় না পড়ে, সজাগ করতে আদালত চত্বরে বড় বড় পোস্টার টাঙানো হয়েছে, এমনটাই জানিয়েছে ঘাটাল মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক রামকুমার দে।
পশ্চিম মেদিনীপুর: ‘সাবধান! দালাল চক্রের ফাঁদে পা দেবেন না।’ পোস্টার ঘিরে হইচই কাণ্ড ঘাটাল মহকুমা আদালত চত্বরে। পোস্টার দিল বার অ্যাসোসিয়েশন। আদালত চত্বরে আসা সকলকে সতর্কতামূলক বার্তা দিচ্ছে ঘাটাল মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ। ঘাটাল মহকুমা আদালত চত্বরে কিছু বহিরাগত, যাঁদের মোকদ্দমার সঙ্গে কোন যোগ নেই, যাঁরা আদালতে মোকদ্দমা করতে আসছেন তাঁদের পাল্লায় পড়ে যাচ্ছেন এবং তাদের আর্থিক ক্ষতি হচ্ছে।
আদালতে মোকদ্দমা করতে আসা সাধারণ মানুষকে দালাল চক্রের পাল্লায় না পড়ে, সজাগ করতে আদালত চত্বরে বড় বড় পোস্টার টাঙানো হয়েছে, এমনটাই জানিয়েছে ঘাটাল মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক রামকুমার দে।
বেশ কিছুদিন ধরে আদালত চত্বরে প্রতারণার অভিযোগ উঠছিল। একাধিক ব্যক্তির সঙ্গে আর্থিক প্রতারণারও অভিযোগ উঠেছে। তাতে বার অ্যাসোসিয়েশনের তরফে এলাকায় পোস্টার দেওয়া হয়েছে।