Daspur: চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, রণক্ষেত্র দাসপুর! নার্সিংহোমে ছুটে এল পুলিশ
Daspur: এদিন দুপুরে দাসপুরের ওই নার্সিংহোমের সামনে জমা হতে দেখা যায় রোগীর পরিবারের সদস্যদের। শুরু হয় বিক্ষোভ। তাঁদের অভিযোগ, সার্জারি করার সময় গাফিলতি ছিল, তার জন্যই মৃত্যু হয়েছে অলোকবাবুর।

দাসপুর: চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে ব্যাপক উত্তেজনা পশ্চিম মেদিনীপুরের দাসপুরের এক নার্সিংহোমে। তুমুল বিক্ষোভ রোগীর পরিজনদের। ছুটে এল পুলিশ। সূত্রের খবর, কয়েকদিন আগে পেটে ব্যথা নিয়ে দাসপুরের রাজনগর শিমুলিয়া এলাকার বাসিন্দা অলোক মণ্ডল (৫৫) দাসপুরেরই ওই নার্সিংহোমে ভর্তি হন। ভর্তির পরেই শুরু হয় পরীক্ষা-নিরীক্ষা। তারপরই ডাক্তাররা জানান তার পেটে গলব্লাডার স্টোন হয়েছে। দ্রুত অপারেশন করার প্রয়োজন রয়েছে।
ওই নার্সিংহোমেই গত শনিবার সার্জারি হয় অলোকবাবুর। কিন্তু, পরিবারের সদস্যরা বলছেন সুস্থ হওয়ার বদলে অপারেশনের পর থেকে আরও অসুস্থ হয়ে পড়েন আলোকবাবু। অবস্থার অবনতি হওয়ায় নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাঁকে কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে রেফার করা হয়। সেখানে ভর্তিও করা হয়। কিন্তু, শেষ রক্ষা হয়নি। শুক্রবার সন্ধ্যায় মৃত্যুর কোলে ঢোলে পড়েন অলোকবাবু। তারপরই ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবারের লোকজন।
এদিন দুপুরে দাসপুরের ওই নার্সিংহোমের সামনে জমা হতে দেখা যায় রোগীর পরিবারের সদস্যদের। শুরু হয় বিক্ষোভ। তাঁদের অভিযোগ, সার্জারি করার সময় গাফিলতি ছিল, তার জন্যই মৃত্যু হয়েছে অলোকবাবুর। তাই হাসপাতাল কর্তৃপক্ষের উপযুক্ত শাস্তির দাবিতে সরব হয়েছেন তিনি। ঘচনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দাসপুর থানার পুলিশ।
