West Bengal Assembly Election 2021: মেরে ফাটিয়ে দেওয়া হল, চোখ ফেটে ঝরঝরিয়ে পড়ল রক্ত! বিজেপি কর্মীর মর্মান্তিক পরিণতি

Mar 27, 2021 | 3:52 PM

বুথের সামনে (West Bengal Assembly Election 2021) যেতেই মেরে চোখ ফাটিয়ে দেওয়া হল বিজেপি কর্মীর (Bengal BJP)। অভিযোগ ঘিরে ধুন্ধমার দাঁতনের (Dantan) মোহনপুর ব্লকে।

West Bengal Assembly Election 2021: মেরে ফাটিয়ে দেওয়া হল, চোখ ফেটে ঝরঝরিয়ে পড়ল রক্ত! বিজেপি কর্মীর মর্মান্তিক পরিণতি
দাঁতনে বিজেপি কর্মীর ওপর 'হামলা'

Follow Us

দাঁতন: বুথের সামনে (West Bengal Assembly Election 2021) যেতেই মেরে চোখ ফাটিয়ে দেওয়া হল বিজেপি কর্মীর (Bengal BJP)। অভিযোগ ঘিরে ধুন্ধমার দাঁতনের (Dantan) মোহনপুর ব্লকে। অভিযোগের তির তৃণমূলের (TMC) দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

প্রথম দফা নির্বাচনের সাম্প্রতিকতম আপডেট জানতে ক্লিক করুন 

দাঁতনের মোহনপুরের ৫ নম্বর তনুয়া কাশিদা গ্রামে ভোট মধ্যাহ্নে উত্তেজনা ছড়ায়। শক্তিপদ বেরা নামে এক প্রৌঢ় কাশিদা ২৩৬ নম্বর বুথে যান। অভিযোগ, সেই সময় বুথের বাইরে দাঁড়িয়ে থাকা তৃণমূল কর্মী সমর্থকরা তাঁর ওপর হামলা চালায়। বাঁশ, লাঠি, ধারালো অস্ত্র নিয়ে হামলা করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: West Bengal Assembly Election 2021: ‘ভোট দিতে গেলেই কেটে ফেলব’, বুথের সামনেই কাঠারি হাতে চমকাচ্ছে যুবক

চোখে মারাত্মক চোট লাগে তাঁর। চোখে ফেটে রক্ত বেরোতে থাকে। পরে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। তাঁর চোখের পাতার ওপর সেলাই করা হচ্ছে। এদিকে, গড়বেড়িয়ার সীতাসোল বুথে কয়েক জন গ্রামবাসীকে ভোট দিতে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ। ভোট দিতে গেলে ‘মেরে ফেলা হবে’, ‘বাড়ি ভাঙচুর করা হবে’, এ সব হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন গ্রামবাসীরা।

 

Next Article