Debra Crime: ব্যবসায়ীর বাড়িতে ‘আয়কর আধিকারিক’রা, অন্তঃসত্ত্বা গৃহবধূর সঙ্গে ঘটালেন চোখ কপালে ওঠার মতো ঘটনা

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Mar 28, 2022 | 8:42 PM

Medinipur: হামিরপুরে এক লটারি ব্যবসায়ীর বাড়িতে রবিবার দুপুরে চার পাঁচজন গিয়ে হাজির হন। নিজেদের আয়কর দফতরের আধিকারিক বলে পরিচয়ও দেন তাঁরা।

Debra Crime: ব্যবসায়ীর বাড়িতে আয়কর আধিকারিকরা, অন্তঃসত্ত্বা গৃহবধূর সঙ্গে ঘটালেন চোখ কপালে ওঠার মতো ঘটনা
ব্যবসায়ীর বাড়িতে প্রতিবেশীরা। নিজস্ব চিত্র।

Follow Us

মেদিনীপুর: আয়কর দফতরের আধিকারিক সেজে বাড়িতে ঢুকেছিল দুষ্কৃতীরা। এরপরই অন্তঃসত্ত্বা গৃহবধূকে টার্গেট করে নেয়। মাথায় পিস্তল ঠেকিয়ে নগদ টাকা, সোনা নিয়ে চম্পট দেয় তারা। মেদিনীপুরের বালিচক হামিরপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অন্তঃসত্ত্বা মহিলার মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লুঠপাটের ঘটনায় ভয়ে কাঁটা এলাকার মানুষ। ঘটনার তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ। হামিরপুরে এক লটারি ব্যবসায়ীর বাড়িতে রবিবার দুপুরে চার পাঁচজন গিয়ে হাজির হন। নিজেদের আয়কর দফতরের আধিকারিক বলে পরিচয়ও দেন তাঁরা। অভিযোগ, এরপরই তাঁরা বলেন ঘরে তল্লাশি চালাবেন। এর জন্য নগদ টাকা, সোনা, আয়করের কাগজপত্র দেখতে চান। সে সময় বাড়িতে একাই ছিলেন সন্তানসম্ভবা ওই গৃহকর্ত্রী। সূত্রের খবর, তিনি স্বামীকে বিষয়টি জানাবেন বলে ফোন কানে তুলতেই তা ছিনিয়ে নেওয়া হয়। এরপরই তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে বাড়িতে নগদ টাকা ও সোনাদানা যা আছে তা বের করে দিতে বলা হয়। তখনই ওই মহিলা বুঝে যান বড় বিপদ ঘরে দাঁড়িয়ে।

বালিচক শহরের হামিরপুর একেবারে জনবহুল এলাকা। মাত্র ৫০০ মিটার দূরে বালিচক রেলস্টেশন। এমন ব্যস্ত এলাকায় ভরদুপুরে কীভাবে এমন দুঃসাহসিক ঘটনা ঘটল তাতে আতঙ্কিত স্থানীয়রা। ওই ব্যবসায়ী জানান, নগদ প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা ও ২৫ ভরি সোনা নিয়েছে দুষ্কৃতীরা। যাওয়ার আগে আবার বলে গিয়েছে এগুলি বাজেয়াপ্ত করা হল।

ওই ব্যবসায়ী জানান, কেমন একটা ঘোর লেগে গিয়েছিল। কিছু বোঝার আগেই ঘর ফাঁকা। এরপরই তাঁদের চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে আসেন। ডেবরা থানায় খবর দেওয়া হয়। ডেবরা এসডিপিও এবং ডেবরা ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যান। থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

আরও পড়ুন: Bankura Case: হঠাৎই মুখে গামছা চেপে ধরল ‘রোমিও’, রাস্তার ধারে হ্যাঁচকা টান! কুমতলব বুঝে ছাত্রীর চিৎকারের পরই…

আরও পড়ুন: West Bengal Assembly: অতীতেও তোলপাড় হয়েছে বঙ্গ বিধানসভা; বিধায়কদের কাছে হাতাহাতি, ধস্তাধস্তি নতুন নয়…

আরও পড়ুন: Physical Assault of Minor Girl: কিশোরীর কপালে পিস্তল ঠেকিয়ে হাত পা বেঁধে চলল নির্যাতন! ঘৃণ্য নৃশংসতা মালদহে

Next Article
Medinipur Agitation: পাউরুটির দাম বাড়তেই হকারদের সঙ্গে তুমুল গোলমাল কারখানার মালিকের, আহত তিন