AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shivaratri: ভূত সেজে ঘুরে বেড়ায় গোটা শহরের মানুষ, কেন এমন আজব রীতি শিবরাত্রিতে?

Shivaratri: শিবরাত্রি উপলক্ষে বাঁকুড়ার সুপ্রাচীন এক্তেশ্বর মন্দিরে উপচে পড়ল পূণ্যার্থীদের ভিড়। এদিন সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পূণ্যার্থী ভিড় জমাতে শুরু করেন বাঁকুড়ার দারকেশ্বর নদের পাড়ে থাকা সুপ্রাচীন এই এক্তেশ্বর মন্দিরে।

Shivaratri: ভূত সেজে ঘুরে বেড়ায় গোটা শহরের মানুষ, কেন এমন আজব রীতি শিবরাত্রিতে?
প্রতীকী ছবি Image Credit: Meta AI
| Updated on: Feb 26, 2025 | 12:32 PM
Share

সনৎ মাঝি, মহাদেব কুণ্ডু, তন্ময় বৈরাগি, চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের রিপোর্ট

তারকেশ্বর থেকে দেওঘর। শিবরাত্রির সকালে দিকে দিকে উপচে পড়ছে ভক্তদের ভিড়। মহা শিবরাত্রি উপলক্ষে চার প্রহরে চার বার পুজোর আয়োজন তারকেশ্বরে। রাজ্য তো বটেই রাজ্যের বাইরে থেকেও প্রচুর শিবভক্ত এদিন তারকেশ্বরে ছুটে এসেছেন মহাদেবের দর্শনে। অন্যদিকে তারকেশ্বরের অদূরেই কামারপুকুরে যুগী শিব মন্দিরেও পুজো দেওয়ার জন্য সকাল থেকেই ভক্তদের ভিড়। কামারপুকুরে রামকৃষ্ণ মঠের ভেতর রয়েছে এই শিব মন্দির। কথিত আছে যোগী শিবের দিব্য আলোয় শ্রী রামকৃষ্ণের মা চন্দ্রামনি দেবীর গর্ভে শ্রীরামকৃষ্ণ আসেন। তাই তারকেশ্বরের পাশাপাশি এই মন্দির নিয়েও ভক্তদের উন্মাদনার শেষ নেই। 

অন্যদিকে শিবরাত্রি উপলক্ষে বাঁকুড়ার সুপ্রাচীন এক্তেশ্বর মন্দিরে উপচে পড়ল পূণ্যার্থীদের ভিড়। এদিন সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পূণ্যার্থী ভিড় জমাতে শুরু করেন বাঁকুড়ার দারকেশ্বর নদের পাড়ে থাকা সুপ্রাচীন এই এক্তেশ্বর মন্দিরে। লম্বা লাইনে দাঁড়িয়ে পুজো দিতে দেখা যায় মহিলাদের। পূণ্যার্জনের আশায় দারকেশ্বর নদ থেকে জল নিয়ে শিবের মাথায় জল ঢালেন পূণ্যার্থীরা। ভিড় সামাল দিতে এদিন রীতিমত হিমশিম খেতে হয় মন্দির কর্তৃপক্ষকে। শিবরাত্রি উপলক্ষে এদিন মন্দিরে দিনভর বিশেষ পুজোর পাশাপাশি সন্ধ্যায় শৃঙ্গারের আয়োজন করা হয়েছে বলে জানা যাচ্ছে। 

দেওঘর বৈদ্যনাথধাম মন্দিরেও একই ছবি। মহাসমারোহে চলছে শিবরাত্রির পুজো। বুধবার সকাল থেকেই ভিড় লক্ষ লক্ষ মানুষের। মহাযজ্ঞ চলবে সারারাত ধরে। বৈদ্যনাথের বিয়েতে মূল আকর্ষণ ভূত বারাতি। সারা শহরের মানুষ এদিন ভূত সেজে ঘুরে বেড়াবেন। এদিন পুরুষরাও পুজো দেন বাবা বৈদ্যনাথকে। বিশেষ লোকাচারে পেরা আর ছোট্ট টোপর চড়িয়ে শিবরাত্রিতে নিজেদের মনস্কামনা পূরণে পুজো করেন পুরুষরা। অন্যান্য মন্দিরে শিবের ত্রিশুল থাকে। কিন্তু, এখানে রয়েছে পঞ্চশুল। এদিকে পুজোর মধ্যে কোনও বিচ্ছিন্ন ঘটনা ঠেকাতে তৎপর প্রশাসন। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। 

একই ছবি নদিয়াতে। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ শিবনিবাসেও দেখা গেল শিবরাত্রির উন্মাদনার ছবি। শোনা যায় রাজা কৃষ্ণচন্দ্র এই শিবলিঙ্গের প্রতিষ্ঠা করেছিলেন। প্রতি বছরই শিবরাত্রির দিন দূর-দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন এই মন্দিরে পুজো দিতে। বসে মেলাও। নিরাপত্তায় জোর দিতে মোতায়েন রয়েছে পুলিশ।